
লাহোর টেস্টে দ্বিতীয় দিনের শেষটা দারুণ করলো পাকিস্তান। তৃতীয় সেশনের শেষদিকে দ্রত কয়েকটি উইকেট তুলে নিয়েছে স্বাগতিক বোলাররা। তাতে দুইশ রান তুলতেই ৬ উইকেট নেই প্রোটিয়াদের।
সোমবার (১৩ অক্টোবর) লাহোর টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। স্বাগতিকদের দেয়া ৩৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে দ্বিতীয় দিন শেষে এখনো ১৬২ রানে পিছিয়ে সফরকারীরা।
গতকাল (রোববার) প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। এই জুটিতে আজ আরও ৪৯ রান যোগ করেন তারা। দলের ৩৬২ রানের মাথায় ফিরে যান রিজওয়ান। সাজঘরের ফেরার আগে ১৪০ বলে ৭৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
রিজওয়ান ফেরার পরই ব্যাটিং বিপর্যয় শুরু হয় পাকিস্তানের। পরবর্তী ১৮ রানের মধ্যে বাকি উইকেটগুলো হারিয়ে ৩৭৮ রানের গুটিয়ে যায় পাকিস্তান। ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সালমান আগা। ১৪৫ বলে ৯৩ রান করেন এই ব্যাটার। এর আগে প্রথম দিনও ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওপেনার ইমামুল হক। তার ব্যাটেও এসেছিল ৯৭ রান। এছাড়া অধিনায়ক শান মাসুদ করেন ৭৫ রান।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ফাইফার নেন সেনুরান মুত্থুসামি। ৩২ ওভারে ১১৭ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।
জবাবে ব্যাট করতে নেমে একশ রানের আগে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এরপর এইডেন মার্করাম ২০ এবং উইয়ান মুল্ডার ১৭ রান করে ফিরে যান। এরপর রায়ান রিকেল্টন ও টনি ডি জর্জি মিলে দারুণ এক জুটি গড়ে এগিয়ে যাচ্ছিলেন। ৯৪ রান যোগ করার পর রিকেল্টনকে ফিরিয়ে বিপজ্জনক এই জুটি ভেঙে দেন সালমান। ১৩৭ বলে ৭১ রান করে ফেরেন এই ওপেনার।
রিকেল্টন ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পরের ২৬ রানের মধ্যে আরও ৩টি উইকেট হারায় তারা। একে একে ফিরে যান ট্রিস্টান স্টাবস (৮), ডেওয়াল্ড ব্রেভিস (০) এবং কাইল ভেরেনে (৬)।
তবে এই উইকেট হারানোর মিছিলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন টনি ডি জর্জি। ১৪০ বলে ৮১ রানে অপরাজিত থেকে দিন পার করেন এই ব্যাটার। অপরপ্রান্তে ৯ রান করে অপরাজিত আছেন সেনুরান মুত্থুসামি।
পাকিস্তানের পক্ষে ৪টি উইকেট শিকার করেছেন নোমান আলী। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সালমান আগা ও সাজিদ খান।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/বিটি
