
প্রায় এক যুগ পর আগামী ডিসেম্বরে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আসার কথা নিশ্চিত করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার নতুন খবর হচ্ছে, মেসির সফর সঙ্গে হবেন সুয়ারেজ ও ডি-পল, যোগাযোগ করা হচ্ছে নেইমারের সাথেও।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেসির সঙ্গে সফরে তার দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি-পল আসবেন। আয়োজকরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এর সাথেও যোগাযোগ শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে আবারো দেখা যেতে পারে ‘এমএসএন’ ত্রয়ী কে।
সুয়ারেজ ইতোমধ্যে সফরে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। অন্যদিকে নেইমারের সাথে আয়োজকদের আলোচনা এখনো চলছে।
তিন দিনের সফরে প্রথম দিন ১৩ ডিসেম্বর মেসির কলকাতায় থাকার কথা রয়েছে। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই এর ওয়াংখেড় স্টেডিয়াম এবং ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পরিদর্শন করার কথা রয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি ও সাবেক ক্লাব বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এর অংশগ্রহণ নিশ্চিত। এছাড়াও মেসির জাতীয় দলের সাথেই তো রদ্রিগো ডি-পলও সফরে থাকবেন বলে নিশ্চিত করেছেন। আয়োজক সূত্র জানিয়েছে, সুয়ারেজ এবং ডি-পলের উপস্থিতি নিশ্চিত, তারা দুজনেই মেসির সঙ্গে ব্যক্তিগত জেটে করে মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতা আসবেন এবং পুরো সফরের সঙ্গে থাকবেন।
সুয়ারেজ, ডি-পলের সফর নিশ্চিত হলেও নেইমারের সফর এখনো নিশ্চিত নয়। আয়োজকরা জানিয়েছে, নেইমারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তার সফর নিয়ে আলোচনা চলমান। আয়োজকরা প্রথমে পরিকল্পনা করেছে সুয়ারেজ ও নেইমারকে সফরের সংযুক্ত করে মেসিকে চমকে দেওয়ার।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ী এমএসএন বার্সেলোনার হয়ে ২০১৪-১৫ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল। ৩ মৌসুম একসাথে খেলে তারা ২টি লা-লিগা, টানা ৩টি কোপা দেল রে, ১টি চ্যাম্পিয়নস লিগ, ১টি ওয়েফা সুপার কাপ এবং ১টি ক্লাব বিশ্বকাপ জিতেছে। ৩ বছরে এই তিন সুপারস্টার মিলে করেছিলেন ৩৬৪ গোল এবং ১৭৪ অ্যাসিস্ট, যা এখন পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম রেকর্ড।
এবার ভারতের মাটিতে আবার বিশ্বের এই সেরা ত্রয়ী কে দেখতে মুখিয়ে আছেন ফুটবল সমর্থকরা।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এআই
