
আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ঘানা। আফ্রিকার বাছাইপর্বে শেষ রাতে কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ‘ব্ল্যাক স্টার্স’ নামে খ্যাত দলটি। পুরো ম্যাচে একমাত্র গোলটি করেছেন ঘানার তারকা খেলোয়াড় মোহাম্মদ কুদুস।
ঘানার এই জয়ের মাধ্যমে তারা আফ্রিকার উত্তরাঞ্চরের বাইরে প্রথম দেশ এবং আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল। এর আগে আফ্রিকা থেকে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছিল।
আক্রায় এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘আই’-তে ঘানার সংগ্রহ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার তাদের থেকে ছয় পয়েন্ট কম। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে-অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪-১ গোলে হেরে লড়াই থেকে বাদ পড়ে যায় তারা।
তবে এই ম্যাচের আগেই ঘানা নিজেদের বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। কেননা গোলের ব্যবধানে ঘানার থেকে অনেক পিছিয়ে ছিল মাদাগাস্কার। যার ফলে ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি কমাতে হতো ৮ গোলের ব্যবধানও। তবে এ হিসাব-নিকাশ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। কেননা মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল মালির কাছে হেরে তার সবটুকুই শেষ হয়ে যায়।
অন্যদিকে, মিশরও তাদের জায়গা আগে থেকেই নিশ্চিত করেছে। রোববার রাতে তারা গিনি বিসাউকে ১-০ গোলে হারিয়েছে। কায়রোতে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার মোহাম্মদ হামদি। তবে এই গ্রুপ থেকে ইথিওপিয়াকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে বুরকিনা ফাসো। অন্যদিকে নাইজারও জাম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে। তবে বুরকিনা ফাসো ও নাইজারের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের দৌড় জানতে হলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এখন পর্যন্ত আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচ দল-আলজেরিয়া, মিসর, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা। বাকি চারটি গ্রুপের লড়াই এখনো চলছে। আজ রাতে কেপ ভার্দে যদি এসওয়াতিনিকে হারায়, তারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, আফ্রিকা থেকে মোট ৯টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এছাড়া, ইন্টারকনফেডারেশন প্লে-অফের মাধ্যমে আরও একটি দল খেলতে পারবে।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/টিএ
