
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আশা রাখছেন এখনো। সম্প্রতি পিঠের চোটে ভুগলেও ধীরে ধীরে তিনি বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
অ্যাশেজের উদ্বোধনী টেস্ট শুরু হবে ২১ নভেম্বর পার্থে। তার আগে এখনো অনুশীলনে বোলিং শুরু করতে পারেননি প্যাট কামিন্স, তবে সোমবার সিডনিতে তিনি জানান, ফিরতে সময় লাগলেও এখনো আশা ছাড়ছি না।
কামিন্স বলেন, “সত্যি বলতে এখনো কিছুটা অনিশ্চিত। তবে সময় হাতে আছে এখনো। আজ দৌড় শুরু করেছি, প্রতি দুই দিন পর পর দৌড়াচ্ছি, প্রতিবারই দূরত্ব বাড়াচ্ছি। আগামী সপ্তাহে বোলিং অনুশীলন শুরু করার পরিকল্পনা আছে। হয়তো পুরো গতিতে বল করতে আরও দু-এক সপ্তাহ লাগবে। তবে প্রতিদিনই অবস্থার উন্নতি হচ্ছে।”
অস্ট্রেলিয়া অধিনায়ক জানেন যে, প্রথম টেস্টে খেলতে হলে দ্রুতই নেটে বোলিং শুরু করতে হবে। সে বিষয়ে তিনি বলেন, “যদি টেস্টে খেলতে চাই, তাহলে অন্তত এক মাস নেটে বোলিং করা লাগবে,”। “কারণ টেস্টে দিনে ২০ ওভার বল করতে হয়, আর সেটা করার মতো অবস্থায় না থাকলে নামা ঠিক নয়। সময়টা সীমিত, কিন্তু এখনো সম্ভব।”
পিঠের এই চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি। কামিন্স মনে করেন, অভিজ্ঞতা এখন তার পক্ষে কাজ করবে। “এমন চোট আমি শেষ পেয়েছিলাম সাত-আট বছর আগে। তখন বয়স ছিল বিশ, শরীর কতটা সামলাতে পারব জানতাম না। এখন জানি কীভাবে পুনর্বাসন করতে হয়। সঠিকভাবে ফিরে আসতে পারলে আগের মতোই খেলতে পারব, এমনকি আরও বেশি।”
এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন কামিন্স। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া জিতেছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া আগামী অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে। সিরিজ সূচি অনুযায়ী প্রথম টেস্ট ২১-২৫ নভেম্বর পার্থে, দ্বিতীয় টেস্ট ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনে, তৃতীয় টেস্ট ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে, চতুর্থ টেস্ট ২৫-২৯ ডিসেম্বর মেলবোর্নে, আর পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি ২০২৬ সিডনিতে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/টিএ
