Connect with us
ক্রিকেট

এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বাবরের অনন্য কীর্তি

Babar’s unique feat as the first Asian batter.
বাবর আজম। ছবি- পিসিবি

ব্যাট হাতে আরও এক কীর্তি গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবার আজম। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন করেছেন তিনি। রোববার (১২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম ইনিংসে এই অনন্য কীর্তিতে নাম লেখান বাবর।

এদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাইলফলক থেকে মাত্র ১২ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামেন বাবর। পাকিস্তান দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে এসে নিজের খেলা ১৪তম বলে সেনুরান মুত্থুসামিকে চার মেরে এই মাইলফলকে পৌঁছে যান তিনি। অবশ্য মাইলফলক স্পর্শ করলেও এদিন বড় ইনিংস খেলতে পারেননি বাবর। ৪৮ বলে ২৩ রান করে সাইমন হার্মারের বলে আউট হন তিনি।

এই মাইলফলক স্পর্শ করতে ৬৭টি ইনিংস খেলেছেন বাবর। বর্তমানে তার মোট রান ৩ হাজার ২১। এশিয়ার ব্যাটারদের মধ্যে এই তালিকায় বাবরের পরে আছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। ৭১ ইনিংসে ২৮২৬ রান করেছেন এই তারকা ব্যাটার।



সামগ্রিকভাবে অষ্টম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। তার আগে আরও ৭ জন এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা সবাই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার।

সবার শীর্ষে আছেন ইংলিশ ব্যাটার জো রুট। ১২৬ ইনিংসে ৬ হাজার ৮০ রান করেছেন এই টেস্ট স্পেশালিষ্ট। দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। ৯৫ ইনিংসে ৪ হাজার ২৭৮ রান করেছেন এই অভিজ্ঞ তারকা। তিনে আছেন আরেক অজি ব্যাটার মারনাশ লাবুসেন। ৯৬ ইনিংসে ৪ হাজার ২২৫ রান করেছেন এই তারকা।

চারে আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ১০৩ ইনিংসে ৩ হাজার ৬১৬ রান রয়েছে তার নামের পাশে। পাঁচ ও ছয়ে আছেন আরও দুই অজি ব্যাটার ট্রাভিস হেড ও উসমান খাজা। হেড ৮৭ ইনিংসে ৩ হাজার ৩০০ এবং খাজা ৮১ ইনিংসে ৩ হাজার ২৮৮ রান করেছেন। এছাড়া ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি ৯৫ ইনিংসে ৩ হাজার ৪১ রান নিয়ে বাবরের একধাপ উপরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট