Connect with us
ক্রিকেট

মিরাজ খারাপ করছে না, তাকে আরেকটু সময় দিতে হবে : ফারুক

“Miraz is not doing badly; he just needs a little more time,” said Faruk.
অধিনায়ক মিরাজকে আরও সময় দেওয়ার পক্ষে ফারুক। ছবি- সংগৃহীত

প্রতি বছর বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পান মেহেদি হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর অধীনে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় তার হাতে। তবে অধিনায়ক হিসেবে এখনো আলো ছড়াতে পারেননি মিরাজ। তার অধীনেও বেশ বাজে সময় পার করছে বাংলাদেশ ওয়ানডে দল।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের নেতৃত্বে আসেন মিরাজ। ওই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে মিরাজের দল। তাতে মিরাজের নেতৃত্বে টানা দুই সিরিজে হারলো বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে মিরাজের শুরুটা প্রত্যাশামাফিক না হলেও এখনই আশাহত হচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সহ-সভাপতি ফারুক আহমেদ। এই সাবেক অধিনায়কের মতে মিরাজের নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে। তাকে আরও সময় দিলেই ভালো ফলাফল পাওয়া যাবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার।



আজ রোববার (১২ অক্টোবর) সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ’মিরাজ ক্যাপ্টেনস ম্যাটারিয়াল। দল ভালো করলে অধিনায়কের অনেক ভুল বের হয়। কিন্তু ভালো করার কারণে সেগুলো নিয়ে বেশি আলোচনা হয় না। একজন অধিনায়ককে দায়িত্ব দিলেই অলৌকিক কিছু করে দেখাতে পারবেন না। অন্তত এক–দুই বছর সময় দিলে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব। মিরাজ অধিনায়ক হিসেবে একেবারে খারাপ করছে না। তাকে আরেকটু সময় দিলে ভালো করবে।’

অবশ্য আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবে ভালোই করেছেন মিরাজ। তবে ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণেই প্রথম দুটি ম্যাচে হেরেছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট