
সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে কার্ড আর ফাউলের ছড়াছড়ির ম্যাচে মেক্সিকো কে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচে ৩৭ ফাউলের সাথে মোট ১৬ কার্ড দেখেছে দুই দলের ফুটবলাররা।
চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচের ৯ মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের এবারের আসরে এটি তৃতীয় গোল। আর দ্বিতীয় গোলটি হয় ম্যাচের ৫৬ তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
তবে মাঠের আক্রমণাত্মক রেশ দেখা গেছে দুই দলের মাঠ ছাড়ার পূর্বেও। ম্যাচে মোট ৩৭ ফাউলের ২০টি করেছে আর্জেন্টিনা এবং বাকি ১৭ টি করেছে মেক্সিকো। আবার ম্যাচে মোট ১৬ টি কার্ডের দেখাও পেয়েছেন দুই দলের ফুটবলার। এর মধ্যে রয়েছি ১৪ টি হলুদ কার্ড এবং ২ টি লাল কার্ড।
ম্যাচে ৭ টি হলুদ কার্ড এবং ২টি লাল কার্ড দেখেছে মেক্সিকোর খেলোয়াড়রা। ম্যাচের ৭ম মিনিটেই লাল কার্ড দেখেন তাহিয়েল জিমেনেজ। আর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করার সময়ের ২য় মিনিটে লাল কার্ড দেখেন দিয়েগো ওচোয়া।জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়।
ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টাইনরা।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এআই
