Connect with us
ফুটবল

আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলের রেকর্ড হল্যান্ডের

আর্লিং হল্যান্ড
আর্লিং হলান্ড। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। গতরাতে ইসরায়েলের বিপক্ষে ম্যাচে দুইবার পেনাল্টি মিস করলেও হ্যাটট্রিক তুলে নিতে ভুল করেননি এই ২৫ বছর বয়সী সিটি তারকা। 

এখন ৪৬ আন্তর্জাতিক ম্যাচে হল্যান্ডের গোল ৫১। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে এখন সর্বোচ্চ ১২ গোল হলান্ডের। হ্যাটট্রিকের পর নরওয়ের জার্সিতে হলান্ডের মোট গোল হলো ৫১, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

হলান্ডের পর দ্রুততম ৫০ গোল করার তালিকায় রয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ইংলিশদের জার্সিতে ৭১ ম্যাচ খেলে ৫০ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন বায়ার্নের এই গোল মেশিন। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি গোল করার মালিকও তিনি।



তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৭৪ ম্যাচে ৫০ গোল করা নেইমার বর্তমানে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে পেলে কে কাটিয়ে হয়েছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক।

৯০ ম্যাচে ৫০ গোল করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।  সমান ৯০ ম্যাচে ৫০ গোল করে পঞ্চম স্থানে রয়েছেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানডফস্কি।

১০৭ ম্যাচে ৫০ গোল করে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকার লিওনেল মেসি।  ১৯৪ ম্যাচে ১১৪ গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিকও তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো ৫০ গোল করতে খেলেছিলেন ১১৪ ম্যাচ। বর্তমানে ২২১ ম্যাচে ১৩৮ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক এই পর্তুগিজ মহাতারকা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল