
ওয়ানডে ক্রিকেটকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট। অন্যান্য ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটে সেরা মনে হয় বাংলাদেশকে। তবে গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ অবনতি হয়েছে টাইগারদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-সবুজের দল। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
টানা বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০-এ নেমে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করতে না পারলে বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হবে টাইগারদের।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে আসরের আয়োজক দেশ ছাড়া র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। আগামী আসরের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এদের মধ্যে নামিবিয়া পূর্ণ সদস্য না হওয়ায় বাছাইপর্ব খেলতে হবে তাদের। বাকি দুই দল সরাসরি বিশ্বকাপ খেলবে।
স্বাগতিক দেশ বাদে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার অবস্থান র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে। তাই ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশের কাছাকাছি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একধাপ ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। তার ওপর ইংল্যান্ড ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে। ইংলিশদের ছাড়ানো বাংলাদেশের পক্ষে বেশ কঠিন হবে। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে নির্ধারিত সময় পর্যন্ত সেরা নয়ের মধ্যে থাকতে পারলেই বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে টাইগারা।
র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য চলমান আফগানিস্তান সিরিজটা ছিল বাংলাদেশের জন্য বড় সুযোগ। তবে ওয়ানডেতে বেশ বাজে পারফরম্যান্স করেছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে লাল-সবুজের দল। যার পয়েন্ট বাড়ার পরিবর্তে উল্টো আরও কমেছে।
তবে সামনে আরেকটি বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে বাকি আছে। তবে শেষ ওয়ানডেতে জিতলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজই হতে পারে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মূল মঞ্চ।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/বিটি
