
সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে এক বছরেরও বেশি সময় ধরে। যুক্ত নন কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে। বর্তমানে খেলছেন কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে। তবে ব্যাটে-বলে তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার।
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের হয়ে আসরের শুরু থেকেই খেলছেন সাকিব। তবে আলো ছড়াতে পারেননি কোনো ম্যাচেই। দলের হয়ে চার ম্যাচ খেলে তিন ম্যাচে কোনো রান নিতে পারেননি তিনি। তবে আজ তার ব্যাটে রানের দেখা মিললেও জয়ের দেখা পায়নি সাকিবের দল। হোয়াইট রক ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স। মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স–হোয়াইট রক ওয়ারিয়র্সের এই ম্যাচটি আজ সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত হয়েছে।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হোয়াইট রক ওয়ারিয়র্সের অধিনায়ক ক্রিস লিন। সাকিবের অধিনায়কত্বে ব্যাট করতে নেমে ১০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের ওপেনার জোশ ব্রাউন ২৫ বলে এক চার ও ৭ ছক্কা মেরে করেন ৫২ রান। ম্যাচটিতে সাত নম্বরে খেলতে নামেন সাকিব। তিন ম্যাচে কোনো রান না করা সাকিব এক বলে এক রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচে কোনো বলও করেননি সাকিব।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওভার দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে ১১৭ রানে জয় তুলে নেয় হোয়াইট রক ওয়ারিয়র্স। জো ক্লার্ক ২৭ বলে দুই চার ও ৭ ছক্কা মেরে খেলেন ৬০ রানের অপরাজিত ইনিংস।
টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স চার ম্যাচের মধ্যে দুটি জয় ও দুটি পরাজয় বরণ করেছে। পুরো টুর্নামেন্টে সাকিবের ব্যাটে এসেছে মাত্র এক রান, বল হাতেও তুলেছেন এক উইকেট। তবে বল হাতে রান দিতে কার্পণ্য করেননি সাকিব। ১৬.৬৭ ইকোনমিতে তিন ম্যাচে এক ওভার করে বল করে দিয়েছেন ৫০ রান।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এনজি
