Connect with us
ফুটবল

জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিলেন মেসি

Lionel Messi in Inter Miami
মায়ামির হয়ে লিওনেল মেসির জোড়া গোল। ছবি- সংগৃহীত

গতকাল আর্জেন্টিনার হয়ে মাঠে মাঠে নামেননি লিওনেল মেসি। তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এবার ২৪ ঘন্টা না পেরোতেই মেজর লিগ সকারে (এমএলএস) নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলেন তিনি। আর খেলতে নেমেই জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন মেসি।

আজ রোববার সকালে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে তারা জয় তুলে নিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে। এদিন লিওনেল মেসির জোড়া গোল ছাড়াও জালের দেখা পেয়েছেন জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ।

সাম্প্রতিক সময় দারুন ছন্দে এগিয়ে চলেছেন মেসি। এই আর্জেন্টাইন তারকা মায়ামির হয়ে গেল ১৪ ম্যাচে করেছেন ২২ গোল। পাশাপাশি ১৫ গোলে সতীর্থদের সহায়তা করেছেন তিনি। শেষ এই ম্যাচগুলোতে তিনি জোড়া গোল করেছেন দশবার। এমন ফর্মে থাকা মেসিকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে আবারো আশায় বুক বাধছেন ভক্ত সমর্থকরা।



এমএলএসের ম্যাচটিতে ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভেঙ্গে প্রথম গোল করেন মেসি। বালতাসার রদ্রিগেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই আর্জেন্টাইন তারকা। বিরতির পর নেমে সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া জর্ডি আলবা। 

ম্যাচের ৬১ মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোল করেন সুয়ারেজ। বক্সের মাথায় শূন্যে ভাসমান বলে ভলি শট নেন সাবেক এই উরুগুইয়ান তারকা। মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে। আলবার বাড়ানো বল বক্সের ভেতর পেয়ে মাটি কামড়ানো শট নেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এতে চলমান এমএলএসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোলে নাম লেখালেন মেসি।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল