
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে আবুধাবিতে টস হেরে আগে বোলিং করতে নেমে আফগানিস্তানের রান নিজেদের নাগালের মধ্যেই রেখেছেন মিরাজ-তানজিমরা। দুইশ ছোঁয়ার আগেই থেমেছে আফগানরা।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। রহমত শাহ ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ায় বাকি ওভারে ব্যাট করতে পারেনি আফগানরা। ফলে সিরিজে সমতা ফেরানোর জন্য ১৯১ রান দরকার টাইগারদের।
আফগানিস্তানের পক্ষে আজ দুর্দান্ত খেলেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই তারকা। মিরাজের বলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। ডিপ মিউউইকেটে রিশাদ হোসেন লাফিয়ে উঠে দারুণ এক ক্যাচ নেন। সাজঘরে ফেরার আগে ১৪০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন এই ওপেনার।
জাদরান ছাড়া আর কেউই ব্যাট হাতে বড় কোনো অবদান রাখতে পারেননি। ২২ রান করে অভিজ্ঞ মোহাম্মদ নবী। ১১ রান আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। শেষদিকে ১৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন এএম গজনফার। এছাড়া ১১ রান করে নাঙ্গেলিয়া খারোতি।
বাংলাদেশের পক্ষে আজ স্পিনাররা দারুণ করেছেন। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ ১০ ওভারে ১ মেডেনসহ ৪৩ রান খরচায় ৩টি উইকেট নেন। রিশাদও দারুণ করেছেন। ৯.৫ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন। আরেক স্পিনার তানভীর ইসলাম ১০ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন।
আজ দুই পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। পেসারদের মধ্যে দারুণ করেছেন তানজিম সাকিব। ৭ ওভারে ৩৫ রান খরচ করে মুল্যবান দুটি ব্রেকথ্রু এনে দিয়েছিলেন এই পেসার। তবে মুস্তাফিজ ৮ ওভারে ৩৮ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/বিটি
