
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাজে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। আবুধাবিতে টস হেরে আগে বোলিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে লাল-সবুজের দল।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে একশ রানের আগেই ৪ উইকেট হারিয়েছে আফগানিস্তান। এর মধ্যে তিনটি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। চতুর্থ উইকেট হারানোর পর ইব্রাহিম ও নবীর ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান। ইব্রাহিম ৮২ বলে ৫৭ এবং নবী ১৮ বলে ৯ রানে ব্যাট করছেন।
প্রথম ওয়ানডেতে আফগান স্পিনারদের কাছে পরাস্ত হওয়ার পর আজ স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। এক পেসার বাদ দিয়ে বাড়তি স্পিনার দলে নিয়ে টাইগাররা। বোলিং আক্রমণে দুই পেসার তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। আর স্পিনারা মিলে আফগান ব্যাটারদের বেশ ভালোভাবেই চেপে ধরেছেন।
এদিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম সাকিব। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। ১১ রান করে সাজঘরে ফেরে এই ব্যাটার। পাওয়ার প্লেতে দ্বিতীয় আঘাত হানেন তানভীর। নবম ওভারে দলের ৩৮ রানে সেদিকুল্লাহ আতলকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে ফেরান এই স্পিনার। ১৩ বলে ৯ রান করেন সেদিকুল্লাহ।
এরপর রহমত শাহকে নিয়ে ভালোভাবেই রানের খাতা এগিয়ে নিচ্ছিলেন ইব্রাহিম জাদরান। তবে ১৫তম ওভারের দলীয় ৬৫ রানের মাথায় ইনজুরিতে পড়েন রহমত। পায়ে ব্যাথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন এই ব্যাটার। তাতে রিদম হারায় আফগানিস্তান। এই সুযোগেই আঘাত হানে বাংলাদেশ। ১৮তম ওভারে মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি।
পরের ওভারেই আঘাত হানেন রিশাদ। তার শিকার আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজতমউল্লাহ ওমরজাই। রিশাদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। তাতে দলীয় ৭৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়েছে তারা। তাছাড়া ইনজুরিতে পড়া রহমত ফের মাঠে ফিরবেন কিনা সেটাও অনিশ্চিত।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/বিটি
