Connect with us
ক্রিকেট

ভারতকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে বিপাকে নাকভি

Naqvi in trouble for not handing over the Asia Cup trophy to India
এখনো ভারতকে এশিয়া কাপের ট্রফি দেননি নাকভি। ছবি- সংগৃহীত

গত মাসের শেষের দিকে পর্দা নেমছে ২০২৫ এশিয়া কাপের। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও থেমে নেই বিতর্ক। পুরো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। যার শেষটা হয়েছিল ট্রাফি কান্ড দিয়ে। 

এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। ট্রফি ছাড়াই উদযাপন করেছিল তারা। এখনো পর্যন্ত ভারতকে ট্রফি দেয়নি এসিসি।

মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে তোমার নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় টিম ইন্ডিয়া। এজন্য নাকভিও ভারতকে শিরোপা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে তার হাত থেকেই শিরোপা নিতে হবে।



নাকভির এমন কাণ্ডে ফুসে উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতকে ট্রফি দিতে অস্বীকৃতি জানানোর অধিকার তার নেই বলে মনে করে সংস্থাটি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, বিসিসিআই মনে করছে নাকভীর এমন আচরণের জন্য তাকে আইসিসি থেকে সতর্ক করা হতে পারে। এমনকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় পরিচালক পদও হারাতে পারেন পিসিবি প্রধান।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ‘বিসিসিআইয়ের কাছে এটা পরিষ্কার যে, ভারতীয় দলকে নিজেই ট্রফি দিতে নাকভির জোরাজুরি করা এবং টুর্নামেন্টের মূল আয়োজক বিসিসিআইয়ে ট্রফি পাঠানো প্রত্যাখান করার অধিকার তাঁর ছিল না। পিসিবি কিংবা নাকভির ক্ষেত্রে কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়।’

সম্প্রতি এসিসির মিটিংয়েও ট্রফির দাবি তুলেছিল ভারত। তবে সেই দাবি নাকচ করে দেন নাকভি। তিনি জানিয়ে দেন, ভারতীয় অধিনায়ককে এসিসির কার্যালয়ে এসে তার হাত থেকে ট্রফি নিয়ে যেতে হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ট্রফি কাণ্ড কতদূর গড়ায়!

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট