
খেলার মাঠে অধিনায়কের দায়িত্ব থাকে অনেক। খেলোয়াড়দের সক্রিয় রাখা ও দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে অধিনায়কের ওপর। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে মাঠে নামানো হচ্ছে না অধিনায়ক জামাল ভূঁইয়াকে। নামালেও খেলানো হয় দ্বিতীয়ার্ধে। ফলে ম্যাচে নেই অধিনায়কের প্রভাব, খালি রয়ে গেছে নেতৃত্ব দেওয়ার জায়গাটি।
ক্রিকেটের মতো ফুটবলে অধিনায়কের প্রভাব বেশি না থাকলেও নেতৃত্ব যে সব খেলাতেই দরকার। বাংলাদেশ ফুটবল দলের ক্ষেত্রে সংবাদ সম্মেলনে বা আনুষ্ঠানিক কাজে অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়া থাকলেও খেলার মাঠে বেশ অনিয়মিত তিনি। অপরদিকে একাদশে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টার সিটির মতো ক্লাবের তিনি নিয়মিত খেলোয়াড়। দলের হয়ে দায়িত্ব পালন করেছেন অধিনায়কেরও। তাই আগামীতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীকে দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন, হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন। জামালকে দিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলানোয় অধিনায়কের ব্যাজ পড়তে হয় সোহেল বা তপুকে। আমিনুলের মতে, অধিনায়কের ব্যাজটি হামজা চৌধুরীর হাতে উঠলে আর কোনো সংশয় থাকবে না। তিনি আরও বলেন, আমাদের যে বর্তমানে একেক জনকে একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে — এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত করবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজমেন্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।
হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোল হজম আশাহত করেছে হাজারো দর্শককে। পরাজয়ের অন্যতম কারণ ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুল। এ নিয়েও মুখ খোলেন সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় দলের প্রতি পরামর্শ দেন তিনি। তিনি বলেন, জাতীয় দলে মনোবিদ থাকা প্রয়োজন। ম্যাচে যেন মানসিকভাবে চাপ নেওয়া না হয়, এজন্য খেলোয়াড়দের মানসিক পরিবর্তন একজন মনোবিদ করতে পারেন। স্টেডিয়ামে অনেক দর্শক-সমর্থক থাকলেও খেলোয়াড়রা স্নায়ুচাপে ভুগবেন না। আমি খেলোয়াড়ি জীবনে মনোবিদের পরামর্শ নিয়েছি অনেকবার। মনোবিদ নিয়োগ করলে মাঠে খেলোয়াড়রা চাপমুক্তভাবে খেলতে পারবেন বলে মনে করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এনজি
