Connect with us
ক্রিকেট

এমবাপ্পেকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

আজারবাইজানের বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালির চোটের কারণে মাঠ ছাড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। ম্যাচের ৮২ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। খেলতে পারবেন না জাতীয় দলের পরবর্তী ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে। তবে তাকে নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালিতে চোট পান এমবাপ্পে। গোড়ালির চোটকে উপেক্ষা করে তিনি আজারবাইজানের বিপক্ষে খেলার অনুরোধ করেন। চোটাক্রান্ত হয়েও মাঠে নেমে করেন একটি গোলসহ একটি অ্যাসিস্ট। ম্যাচে রাখেন গুরুত্বপূর্ণ প্রভাব। তিনি প্রমাণ করেছেন ফুটবল বিশ্বে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম।

ম্যাচের আগে এমবাপ্পে বলেছিলেন, আমি খেলতে চাই, জাতীয় দলই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যথা নিয়ে খেলেছেন ম্যাচের ৮০ মিনিট। এরপর ব্যথা বাড়তে থাকলে সতর্ক সংকেত বাজে, আর ঝুঁকি নিতে চাননি কোচিং ও মেডিকেল স্টাফরা। ম্যাচের ৮২ মিনিটে ব্যথার কারণে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার।



ফরাসি ‘মার্কা’ ও ‘আস’-এর মতো গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স অধিনায়কের ওপর করা প্রাথমিক পরীক্ষার ফল ইতিবাচক এসেছে এবং কোনো গুরুতর চোটের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আইসল্যান্ডের বিপক্ষে থাকছেন না এমবাপ্পে। চোট তেমন জোরালো না হওয়ায় স্বস্তি পাচ্ছে রিয়াল মাদ্রিদ। কারণ, গুরুতর চোট না পাওয়ায় মাঠে ফিরতে শুধুমাত্র বিশ্রামের প্রয়োজন এই তারকার।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট