Connect with us
ফুটবল

হংকং ম্যাচের আগে কী কথা হয়েছিল হামজা–তামিমের

তামিম ইকবাল - হামজা চৌধুরী । ছবি- সংগৃহীত

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়া কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। দেশের মাটিতে খেলতে নেমে আশা জাগালেও আশানুরূপ ফল আনতে পারেনি জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কথা বলেছিলেন ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে।

বাংলাদেশিদের ক্রিকেট নিয়ে আবেগ প্রায়ই দেখা যায়, বিশেষ করে বড় ম্যাচের আগে। তবে এখন দেশের ফুটবলের প্রতিও বাড়ছে আগ্রহ। হামজাদের মতো ফুটবলারদের আগমনে দেশের ফুটবল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। টিকিট বিক্রিতে দেখা গেছে দর্শকদের ব্যাপক আগ্রহ, এমনকি ক্রিকেটাররাও অনুসরণ করছেন ফাহমিদুল–জামালদের খেলা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ নিয়েও প্রত্যাশা ছিল সবার।

ম্যাচের আগে হামজার সঙ্গে কথা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের। গণমাধ্যমকে তামিম জানান, আমার সঙ্গে খেলার আগের দিন রাতে হামজার কথা হয়েছিল। এক জায়গায় বসে আমরা একটু গল্প করছিলাম। ফুটবল আর ক্রিকেট বাদে অন্য বিষয় নিয়েই আলাপ হচ্ছিল। আমি নিশ্চিত, সুযোগ পেলে ওরা আরও ভালো কিছু করবে।



ম্যাচ হারলেও দাঁতে দাঁত চেপে লড়াই করেছে বাংলাদেশ দল। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা মুগ্ধ করেছে তামিমকে। তিনি বলেন, একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা একপেশে হয়ে যাচ্ছে। ওখান থেকে ৩–৩ সমতায় ফেরা, তারপর হার—এর মধ্যেও ইতিবাচক কিছু ব্যাপার আছে।

অপরদিকে বাংলাদেশের সাবেক গোলরক্ষক আমিনুল হক মনে করেন, হামজা, শমিত ও ফাহমিদুলদের আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা এসেছে। তবে গত ম্যাচে গোলরক্ষকের পারফরম্যান্সে কিছুটা নার্ভাসনেস দেখেছেন তিনি।

সাফজয়ী এই গোলরক্ষক বলেন, গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, আমাদের গোলরক্ষক কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল