
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ এক জয় পেল জার্মানি। ঘরের মাঠে শুক্রবার রাতে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে সহজ জয় নিয়েই গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইউলিয়ান নাগেলসমানের দল। এতে দুটি গোল করেছেন ডিফেন্ডার জসুয়া কিমিখ আর একটি করে গোল করেছেন ডেভিড রাউম ও সের্গে জিনাব্রি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। মাত্র চার মিনিটেই গোল করার সুযোগ ছিল জিনাব্রির, কিন্তু তার শট হাতে লেগে যাওয়ায় ভিএআরে তা বাতিল করে দেওয়া হয়। তবুও জার্মানরা থেমে থাকেনি। ১২তম মিনিটে ডেভিড রাউম অসাধারণ ফ্রি কিকে দলকে এগিয়ে দেন।
২০তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুক্সেমবার্গ ডিফেন্ডার কার্লসেন। সেই সঙ্গে জার্মানি পায় পেনাল্টি, যা থেকে কিমিখ সহজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দশজন নিয়ে খেলা লুক্সেমবার্গ তারপর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে।
প্রথমার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জার্মানি। বিরতির পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ৪৮ মিনিটে কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন জিনাব্রি, তার দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন কিমিখ।
৬২ মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের ফ্রি কিক গোলবারে লেগে ফিরে আসে, না হলে ব্যবধান আরও বাড়তে পারত। ম্যাচজুড়ে জার্মানি বল দখলে রেখেছে প্রায় ৮৫ শতাংশ সময়, নিয়েছে ৩১টি শট, যার মধ্যে ৮টি ছিল গোলবারের দিকে।
টানা তিন ম্যাচ হারার পর এবার টানা দুই জয়ে কিছুটা স্বস্তি পেয়েছে নাগেলসমানের দল। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা এখন ‘এ’ গ্রুপের শীর্ষে।
এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জার্মানি। তবে একের পর এক সুযোগ নষ্ট করা এখনো তাদের বড় চিন্তার জায়গা। কোচ নাগেলসমানও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, “জয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু সুযোগগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।”
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/টিএ
