
হংকংয়ের বিপক্ষে আগামী মঙ্গলবারের অ্যাওয়ে ম্যাচ দিয়েই বিদায় ঘন্টা বেজে যেতে পারে বাংলাদেশ ফুটবলের কোচ হাভিয়ের কাবরেরার। সমর্থকদের থেকে শুরু করে দলের ফুটবলাররা বিরক্ত এই স্প্যানিশ কোচের নানা সিদ্ধান্তে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেও তাকে সময় দিয়ে রেখেছেন এই হংকং ম্যাচ পর্যন্তই।
এর আগে সিঙ্গাপুর ম্যাচের পরেই কাবরেরাকে বিদায় করার আওয়াজ উঠেছিল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তাবিথ আউয়াল দ্রুতই নিতে চাননি কোনও সিদ্ধান্ত। কোচ নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর জন্য অপেক্ষা করতে চেয়েছিলেন হংকং ম্যাচের ফলাফল পর্যন্ত। ইতোমধ্যে প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গেল ১৭ এপ্রিল দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাবিথ আউয়াল জবাব দিয়েছিলেন কোচ ইস্যুতে। হংকং ম্যাচের পারফরম্যান্স দেখে কোচের ভবিষ্যৎ নির্ধারণের কথা জানিয়েছিলেন তিনি, ‘নেক্সট ম্যাচটা কিন্তু হচ্ছে মাস্ট উইন ম্যাচ। সেই ম্যাচের পরে একটা না একটা ডিসিশন নিতেই হবে। দলের জন্য সেরা সিদ্ধান্তটাই নেওয়া হবে।’
এদিকে গেল বৃহস্পতিবার ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়ে হৃদয় ভাঙ্গে কোটি ভক্তের। তবে এই ম্যাচে কাবরেরার সেরা একাদশ বাছাই নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। জামাল-সামিত-জায়ান-ফাহমিদুলদের কেন প্রথমার্ধে খেলানো হলো না, তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেও কোচের ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরেন। আত্মবিশ্বাস ও আক্ষেপ সঙ্গে করে জামাল বলেছেন, ‘আমি বলব, যখন আমি খেলি না, সেটি ভুল সিদ্ধান্ত। আমি সব ম্যাচ খেলতে চাই। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোচের। কিন্তু আমি খেলতে চাই, এটা বলবই।’
তিনি আরও বলেন, ‘যখন আমরা— সামিত, ফাহামিদুল, জায়ান আর আমি একসঙ্গে ওয়ার্মআপ করছিলাম, তখনই বলেছিলাম আমাদের ম্যাচের গতি বদলে দিতে হবে। আমরা চারজনই ম্যাচে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছি। আমরা সবাই চাই দলটার হয়ে শুরু থেকেই খেলতে। আমার মনে হয়, আমরা সামগ্রিকভাবে ভালোই খেলেছি।’
গুঞ্জন শোনা যাচ্ছে, পরবর্তী ম্যাচের ফলাফল যাই হোক না কেন ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে কোচ হাভিয়ের কাব্যেরার ভবিষ্যৎ নিয়ে। আগামী ১৪ অক্টোবর হংকং ম্যাচের পরেই আনুষ্ঠানিক ভাবে আসতে পারে কোনও সিদ্ধান্ত। ধারণা করা হচ্ছে বাংলাদেশের ডাগআউটে শেষবারের মতো দেখা যেতে পারে এই স্প্যানিশ কোচকে।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এফএএস
