
তানজিম হাসান সাকিব একজন পেসার হিসেবেই নিজের যাত্রা শুরু করেন। প্রথম থেকেই বোলিংয়ে দ্যুতি ছড়িয়ে নজর কেড়েছেন সকলের। সময়ের সাথে নিজেকে করেছেন আরও পরিণত। বোলিংয়ের পাশাপাশি শেষ দিকে কিছু ক্যামিও ইনিংস খেলে ব্যাট হাতে প্রায়ই রাখছেন ভূমিকা। তাই অনেকেই তার নামের সাথে লাগাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডারের তকমা।
অলরাউন্ডার বললেই বাংলাদেশ দলে সবার আগে চলে আসে সাকিব আল হাসানের নাম। গোটা বিশ্বেই অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় থাকবেন তিনি। এবার সেই সাকিবকে নিয়েই কথা বললেন পেসার তানজিম। তার মতে বিশ্বে সাকিব একজনই। বাংলাদেশ দলে তার ব্যাকআপ তৈরি করা সহজ কাজ হবে না।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিম সাকিব বলেন, ‘সাকিব (আল হাসান) ভাই তো পুরো বিশ্বেই একজন। সাকিব ভাই দলে থাকা মানে একটা বোলার, একটা ব্যাটার নিয়ে টেনশন করতে হচ্ছে না। এরকম একজন অলরাউন্ডার দুর্লভ।’
দলের সাকিবের অভাব পূরণের বিষয়ে তানজিম বলেন, ‘এটা খুবই ডিফিকাল্ট—উনার মতো এক প্লেয়ারের ব্যাকআপ বাংলাদেশ দলে তৈরি করা। তবে যথাসম্ভব চেষ্টা আমরা করব। যারা বোলার আছেন, বা যারা ব্যাটার আছেন, তারা যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, তবে আশা করি তার অভাবটা পূরণ করতে পারব।’
উল্লেখ্য, আরব আমিরাতের আবুধাবিতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের সামনে এখন দুটি চ্যালেঞ্জ। সিরিজে সমতা আনা এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আসরে সরাসরি খেলার সুযোগ বাঁচিয়ে রাখা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশ যদি টি-টোয়েন্টি সিরিজের মত ওয়ানডেতেও হোয়াইটওয়াশ করতে পারত আফগানদের, তবে ৫ রেটিং পয়েন্ট বাড়ত তাদের। এতে র্যাঙ্কিংয়ের ১০ নম্বর থেকে ৯-এ উঠে আসতে পারত বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। এখন বাংলাদেশের জন্য বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াটাই কঠিন হয়ে পড়েছে।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এফএএস
