
নারী বিশ্বকাপে আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে বোলিং করতে নেমে কিউই মেয়েদের আড়াইশ রানের আগে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে সোফি ডিভাইনের দল।
নারী বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায় টাইগ্রেসরা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আগে বোলিং করে বেশ কঠিন লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ। এবার ব্যাটিংয়ে নিগার-শারমিম সুলতানাদের দিকে তাকিয়ে দল।
আসামের গুয়াহাটিতে এদিন বোলিংয়ে নেমে শুরতে উইকেটের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। তবে পাওয়ার প্লের শেষদিকে জোড়া উইকেট পায় টাইগ্রেসরা। ইনিংসের নবম ওভারে দলের ৩৫ রানে জর্জিয়া পিলিমারকে (৪) ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান। একই ওভারে রানআউটের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার সুজি বিটস (২৯)।
একাদশ ওভারে ফের আঘাত হানেন রাবেয়া। তিনে নামা অ্যামেলিয়া কেরকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এই স্পিনার। দলীয় ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে উড়ছিলো বাংলাদেশ। তবে এরপর নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন অধিনায়ক সুফি ডিভাইন ও ব্রুকি হ্যালিডে। চতুর্থ উইকেট জুটিতে ১৬৬ বলে ১১২ রান যোগ করেন তারা।
দলীয় ১৫০ রানের মাথায় হ্যালিডেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ১০৪ বলে ৬৯ রান করে ফেরেন হ্যালিডে। এরপর ডিভাইন ফেরেন ১৭৯ রানের মাথায়। তার উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৮৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক। পরবর্তীতে ম্যাডি গ্রিনের ২৫ এবং অন্যান্যদের ছোট ছোট ক্যামিওতে ২২৭ রান তুলে কিউইরা।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে এক মেডেনসহ ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া। এছাড়া একটি করে উইকেট নেন মারুফা, নাহিদা, নিশি ও ফাহিমা।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি
