Connect with us
ফুটবল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ (১০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। প্রীতি ম্যাচে আবারও ৪–২–৪ ফরমেশনে নামার ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি।

২০২৬ বিশ্বকাপে নিজেদের কোয়ালিফাই করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। আনচেলত্তির অধীনে চার ম্যাচ খেলে দুইটি জয়, একটি ড্র ও একটি পরাজয় দেখেছে সেলেসাওরা। প্রীতি ম্যাচে জয়ের আশাতেই মাঠে নামবে ব্রাজিল। পূর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মোট আট ম্যাচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে সাত ম্যাচেই জয় পেয়েছে আনচেলত্তির দল। এবারও জয়ের ধারা বজায় রাখতে চান ব্রাজিল কোচ।

ইনজুরির কারণে একাদশে নেই অ্যালিসন বেকার, মারকুইনহোস এবং রাফিনহা। তবে স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়া। তবে পরিচিত মুখ দেখে স্কোয়াড গঠন করবেন না আনচেলত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এটি বিশ্বকাপের চূড়ান্ত একাদশ নয়।



আনচেলত্তি বলেন, আমি এই খেলোয়াড়দের ভালোভাবে চিনি; কিন্তু জাতীয় দলের পরিধি অনেক বড়। দলের পরিবেশটা দারুণ ইতিবাচক ও পেশাদার। আমি নিশ্চিত, এই মনোভাবেই আমরা বিশ্বকাপে শক্ত অবস্থানে যাব।” হাঁটুর চোটের কারণে অনেক দিন পর একাদশে ফিরেছেন ডিফেন্ডার এদের মিলিতাও। মিলিতাওয়ের প্রত্যাবর্তনে আনন্দিত কোচ আনচেলত্তি। তিনি বলেন, “আমি নিজেও ক্যারিয়ারে হাঁটুর চোটে পড়েছি, তাই জানি এটা কতটা কঠিন। মিলিতাও দারুণভাবে ফিরে এসেছে এবং এখন সে রিয়াল মাদ্রিদে দুর্দান্ত খেলছে। সেন্টার-ব্যাকে এখন আমাদের ভালো প্রতিযোগিতা আছে।

ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের সম্পর্ক ভালো এবং ড্রেসিংরুমের ঐক্য ও যোগাযোগকেই সাফল্যের মূলমন্ত্র বলে মনে করেন কোচ। তিনি বলেন, “ক্লাবে অনেক ভাষা, অনেক সংস্কৃতি থাকে। কিন্তু এখানে সবাই একই ভাষায় কথা বলে যোগাযোগ সহজ। খেলোয়াড়দের মধ্যে সম্পর্কও খুব ভালো। সবাই জানে আমাদের লক্ষ্য কী—বিশ্বকাপ জয়। কেউ ব্যক্তিগতভাবে সেরা হতে চায় না, সবাই দল হিসেবে জিততে চায়।”

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
বেন্টো, ভিতিনহা, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথেউস কুনিয়া ও এস্তেভাও।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল