Connect with us
ফুটবল

দক্ষিণ কোরিয়ার জালে প্রথমার্ধে ব্রাজিলের ২ গোল

Brazil strike twice in the first half against South Korea.
ব্রাজিলকে প্রথম গোল এনে দেন এস্তেভাও উইলিয়ান। ছবি- সংগৃহীত

গত সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শেষ হয়েছে ব্রাজিলের। তবে বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে আরও আগেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। বিশ্বকাপের এখনো বাকি প্রায় ১০ মাস। এই সময়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে ব্রাজিল। সেই লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফর করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আজ শুক্রবার (১০ অক্টোবর) এশিয়া সফরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলে এগিয়ে আছে সেলেসাওরা। সফরকারীদের পক্ষে গোল করেন এস্তেভাও উইলিয়ান ও রদ্রিগো।

দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। সফরকারীদের একের পর এক আক্রমণে নাস্তানাবুদ হয়ে যায় স্বাগতিকরা। ব্রাজিলও প্রথম সাফল্য পেতে বেশি সময় নেয়নি। ম্যাচের ১৩ মিনিটেই এস্তেভাও উইলিয়ানের গোলে লিড নেয় সেলেসাওরা।



এস্তেভাওয়ের গোলে দারুণ এক অ্যাসিস্ট করেন ব্রুনো গিমারেস। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে দক্ষিণ কোরিয়ার ব্যাকলাইনে মাটি কামড়ানো পাস দেন গিমারেস। সেখানে দৌড়ে গিয়ে বল পেয়েই কোরিয়ার জালে আঘাত হানেন এস্তেভাও।

এর মিনিট পাঁচেক পরেই লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। গিমারেসের ফ্রি কিক থেক হেডে দুর্দান্ত এক গোল করেছিলেন ক্যাসেমিরো। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। এরপর স্বাগতিকদের বিপক্ষে আক্রমণ অব্যাহত রাখে সেলেসাওরা। ম্যাচের ৪২তম মিনিটে ধরা দেয় দ্বিতীয় সাফল্য। এবার গোলের খাতায় নাম লেখান রদ্রিগো।

বক্সের বা-প্রান্ত থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বক্সের সামনে বল পান ক্যাসেমিরো। সেখান থেলে পেনাল্টি বক্সে রদ্রিগোকে পাস দেন তিনি। ফাঁকা জায়গা পেয়ে বল জালে পাঠাতে ভুল করেননি এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রথমার্ধে ব্যবধান আরো বাড়াতে পারতো ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল