Connect with us
ফুটবল

এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া

আলজেরিয়া ফুটবল দল
আলজেরিয়া ফুটবল দল। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। মুলত রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করেই সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আফ্রিকার চতুর্থ দল হিসেবে মূলপর্বে উঠলো তারা।

ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির সাবেক তারকা মাহরেজ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। খেলার শুরু থেকেই তার নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ আমুরা গোল করে আলজেরিয়াকে এগিয়ে নেন। ম্যাচের ১৯তম মিনিটে মাহরেজ নিজেই এক দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর দ্বিতীয়ার্ধে আবারও মাহরেজের জাদুতে এগিয়ে যায় আলজেরিয়া। বিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক পাস করেন আমুরাকে। আমুরা সেই সুযোগ মিস করেননি। আলজেরিয়ার হয়ে তৃতীয় গোলটি করান এই তারকা। তারপর বিশ্রাম দেওয়া হয় দুইজনকেই।



আলজেরিয়ার বড় জয় আটকাতে পারেনি সোমালিয়া। ওরানের দর্শকে ভরা স্টেডিয়ামে খেলা শেষে উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।

এক ম্যাচ হাতে রেখেই, এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান নিশ্চিত দখল করেছে আলজেরিয়া। মূলত ২০১৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে ফিরেছে তারা। যা নিয়ে তাদের সমর্থকদের মধ্যেও উল্লাসের শেষ নেই।

আলজেরিয়া জিতলেও ম্যাচটি মূলত সোমালিয়ার হোম ম্যাচ হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু নিরাপদ আন্তর্জাতিক স্টেডিয়াম না থাকায় আলজেরিয়ার উপকূলীয় শহর ওরানে খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান প্রথমবারের মত আলজেরিয়ার দলে ডাক পেলেও বেঞ্চেই বসে ছিলেন। ২৭ বছর বয়সী এই গোলরক্ষক সম্প্রতি ফ্রান্সের পরিবর্তে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ম্যাচে সুযোগ পাননি। সেজন্য তার অপেক্ষার পালা আরও বাড়তে লাগলো।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল