
ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ২০১৪ ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল আলজেরিয়া। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আফ্রিকান এই দেশটিকে। আর এতে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিত হলো প্রথম ২০ দলের অংশগ্রহণ।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। বিশ্বকাপ বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ২০তম দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া।
আর এতে সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। আসন্ন বিশ্বকাপের ২০তম দল হিসেবে যোগ্যতা সূচক টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া। এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। বিশ্বকাপের সর্বশেষ আসরে শেষ ষোলোতে খেলেছিল তারা।
উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। যা আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ৪৮ দলের মধ্যে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ২০ দল। বাকি ২৮ দল আসবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্ব শেষ করে। এখন পর্যন্ত ইউরোপ থেকে কোন দল নিজেদের জায়গা নিশ্চিত করতে না পারলেও এই অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬ দল খেলবে বিশ্বকাপে।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল—
কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) : কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক)
কনমেবল (দক্ষিণ আমেরিকা) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে
এএফসি (এশিয়া) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান
সিএএফ (আফ্রিকা) : মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া
ওএফসি (ওশেনিয়া) : নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এফএএস
