Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড ম্যাচের আগে মারুফাকে নিয়ে সুখবর দিল বিসিবি

Marufa Akter
মারুফা আক্তার। ছবি- আইসিসি

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে তারা হোঁচট খেয়েছে ইংল্যান্ডের কাছে। যেখানে একটা সময় মনে হচ্ছিল ম্যাচের ফলাফল যেতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের দিকে। তবে খেলার মাঝে দলের অন্যতম পেসার মারুফা আক্তার চোটে পড়লে তার অভাব পূরণ করতে পারেনি বাংলাদেশ।

অনেকেই মনে করেন সেই ম্যাচে শেষ পর্যন্ত মারুফা আক্তার থাকলে ইংল্যান্ডকে হারাতে পারতো নিগার সুলতানা জ্যোতির দল। তবে তার গুরুত্বপূর্ণ ৫ ওভার না পাওয়ায় শেষ দিকে উইকেট শিকারে সক্ষম হয়নি বাংলাদেশ। এদিকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের আগেও তাকে নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে এবার মারুফাকে নিয়ে সুখবর দিল বিসিবি।

গতকাল রাতে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন নিউজিল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত মারুফা। সেই বিসিবি কর্মকর্তা বলেন, ‘সে (মারুফা) এখন বোলিং করছেন এবং কোনো ধরনের ব্যথা অনুভব করছেন না। সে (মারুফা) ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে বোলিং করতে চেয়েছিলেন। কিন্তু টিম ম্যানেজম্যান্ট রিস্ক নিতে চাননি।’



এর আগে চলতে নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুতেই দারুনভাবে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। দারুণ ইনসুইঙ্গার বোলিংয়ে বাহবা পেয়েছিলেন অসংখ্য তারকা ক্রিকেটারদের থেকে। লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারে উইকেট শিকার করা ডেলিভারিকে বলেছিলেন বিশ্বকাপের সেরা।

পাকিস্তান ম্যাচের মতো ইংল্যান্ডের বিপক্ষেও অসাধারণ শুরু করেছিলেন মারুফা। প্রথম ওভারেই দুর্দান্ত ইনসুইং বোলিংয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। পাওয়ার প্লেতে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের শিকারও করেন এই তরুণী। শেষ দিকে তার প্রয়োজনীয়তা খুব ভালোভাবেই টের পেয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ড ম্যাচে মারুফার উপস্থিতি বাড়তি শক্তি যোগাবে দলকে।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট