Connect with us
ক্রিকেট

অ্যাশেজের প্রথম টেস্টে খেলবেন তো কামিন্স? যা জানালেন কোচ

প্যাট কামিন্স
প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত

টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঝে দ্বৈরথ অনেক আগে থেকেই। সেজন্য দু’দলই তাদের দল গঠন করে সেরা প্লেয়ারদের দিয়ে। অ্যাশেজ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চিন্তার নাম প্যাট কামিন্স। পিঠের চোট থেকে এখনো ভালোভাবে সেরে উঠতে পারেননি এই অজি অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এখনো আশা ছাড়ছেন না।

ইনজুরি থেকে কামিন্স সম্প্রতি দৌড়ানো শুরু করেছেন, কিন্তু এখনও বল হাতে নিতে পারেননি। তবে কোচ জানালেন, আগামী ১০ দিনের মধ্যে যদি তিনি নেটে বোলিং শুরু করতে পারেন তাহলে প্রথম টেস্টে নামার সম্ভাবনা টিকে থাকবে। ম্যাকডোনাল্ড বলেন, “আমি আর প্যাট এই সময়সীমা নিয়েই কথা বলেছি। এর বাইরে গেলে ঝুঁকি বেড়ে যাবে। প্রথমত, ইনজুরি থেকে এত দ্রুত নিজের স্কিল নিয়ে কাজ করার সুযোগ কম, দ্বিতীয়ত পুরোপুরি সুস্থ না হলে নরম টিস্যুতে ইনজুরির ঝুঁকি থাকবে।”

তিনি আরও যোগ করে বলেন, “যদি এমন ইনজুরি অ্যাশেজের মতো দীর্ঘ সিরিজের শুরুতেই হয়, তাহলে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। আমরা সব ধরনের ঝুঁকি বিবেচনা করছি।”



এদিকে যদি কামিন্স প্রথম টেস্টে না খেলতে পারে, তাহলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের হাতে। আর ফাস্ট বোলিং আক্রমণে স্কট বোল্যান্ড হতে পারেন তার বিকল্প, সঙ্গে থাকবেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

তবু আশা ছাড়ছেন না কোচ ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “গত কয়েক দিনে কামিন্সের অবস্থা অনেক ভালো হয়েছে। দু’সপ্তাহ আগেও সে নিজে ভেবেছিল খেলতে পারবে না, এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস কামিন্স ছোট প্রস্তুতি নিয়েও ম্যাচের জন্য তৈরি হতে জানে।”

উল্লেখ্য, ২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, চতুর্থ টেস্ট শুরু হবে ২৫ ডিসেম্বর এবং পঞ্চম টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট