
গত মাসে শেষ হয়েছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। পুরো বাছাইপর্ব জুড়ে ডমিনেট করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বাছাইপর্ব শেষ হওয়ায় এবার বিভিন্ন দেশ ঘুরে প্রীতি ম্যাচ খেলে বেড়াবে আর্জেন্টিনা। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ফিফার অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফর করেছে আর্জেন্টিনা। এই সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
আগামী শনিবার (১১ অক্টোবর) ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে অনিশ্চিত দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। মূলত টানা ম্যাচ খেলার কারণেই এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে আর্জেন্টাইন দলপতিকে।
গত মাসের আন্তর্জাতিক বিরতি শেষে ইন্টার মায়ামির হয়ে টানা ম্যাচ খেলছেন মেসি। গত এক মাসে ৭টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, এই সপ্তাহের অনুশীলনে কোচিং স্টাফের কাছে কিছুটা ক্লান্ত মনে হয়েছে মেসিকে। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। তবে একদমই না খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। শুরুর একাদশে রাখা না হলেও পরে সাব হিসেবে খেলতে পারেন এই ফরোয়ার্ড।
তবে শুধু মেসিই নন, আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারকে শুরুর একাদশে না রাখার সম্ভাবণা রয়েছে। তাদের পরিবর্তে সুযোগ পেতে পারেন নতুন ফুটবলাররা। বিশ্বকাপের আগে তাদের প্রস্তুত করতে এখন থেকেই ঝালিয়ে রাখতে চান কোচ।
আগামী শনিবার (১১ অক্টোবর) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। গত মাসেই বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা। এক মাসের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে এই দুই দল। সবশেষ দেখায় ঘরের মাঠে ৩-০ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/বিটি
