Connect with us
ক্রিকেট

২০২৭ বিশ্বকাপের বিবেচনায় থাকছেন অভিজ্ঞ রোহিত-কোহলি

Rohit Sharma and Virat Kohli
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

লম্বা সময় যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রাতে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন তারা। তবে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন রোহিত-কোহলি।

বর্তমানে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছে ভারত। আগামীকাল দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামার আগে আজ সাংবাদিকদের সামনে কথা বলেছেন ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। সেখানে তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত-কোহলিকে দলের বিবেচনায় রাখার বিষয়ে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রোহিত ও কোহলির খেলা নিয়ে গিল জানান, ‘রোহিত ভাই ও বিরাট ভাইয়ের অভিজ্ঞতা, আর ভারতের হয়ে যত ম্যাচ তারা জিতিয়েছেন—এমন খেলোয়াড় খুব কমই আছে। তাদের দক্ষতা, মান ও অভিজ্ঞতার জায়গা থেকে ২০২৭ সালের বিশ্বকাপে আমরা অবশ্যই তাদেরকে বিবেচনায় রাখছি।’



রোহিতের কাছ থেকে ভবিষ্যতেও অনেক কিছু শিখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনো শিখতে চাই। তার যে শান্ত ভাব ও নেতৃত্বের গুণ, খেলোয়াড়দের সঙ্গে যে সম্পর্ক তিনি তৈরি করেছেন—এসবই আমাকে অনুপ্রাণিত করে। এই গুণগুলো আমি নিজের মধ্যে আনতে চাই।’

টেস্ট ও ওয়ানডে দুই দলেরই নেতৃত্বে থাকায় মানসিক ক্লান্তির কথাও স্বীকার করেন গিল, ‘শারীরিকভাবে বেশিরভাগ সময় আমি ঠিক থাকি, কিন্তু ক্রমাগত খেলার কারণে কখনো কখনো মানসিক ক্লান্তি আসে। নিজের কাছ থেকে আমার কিছু প্রত্যাশা আছে—এটা সবসময় আমাকে চ্যালেঞ্জ জানায়। তিন ফরম্যাটে খেলা কঠিন, কিন্তু আমি চাই সব ফরম্যাটে সফল হতে এবং ভারতের হয়ে আইসিসি শিরোপা জিততে।’

চলমান উইন্ডিজ সিরিজ শেষ হতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে ভারত জাতীয় দল। যেখানে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এছাড়াও থাকবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আগামী ১৯ অক্টোবর পার্থে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তীতে ২৩ ও ২৫ অক্টোবর যথাক্রমে এডিলেড ও সিডনিতে খেলা হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট