
ফুটবলের প্রতি মানুষের আলাদা ভালবাসা সবসময়ই ছিল। সম্প্রতি বাংলাদেশের ফুটবলেও আবার আগের জনপ্রিয়তা ফিরে এসেছে। ফুটবলের উল্লাসটা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। বাংলাদেশি বংশোদ্ভূত বাইরের লীগে খেলা অনেক জনপ্রিয় ফুটবলাররা এখন দেশকে প্রতিনিধিত্ব করছে। যেজন্য দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও অন্যরকম উন্মাদনা কাজ করে।
হামজা-শমিত-জামালদের অসাধারণ দক্ষতায় এখন ফুটবলপ্রেমীরাও নতুন করে আশা দেখতে শুরু করেছে দেশের ফুটবল নিয়ে। বাংলাদেশ ফুটবলের বর্তমান লক্ষ্য এখন এশিয়ান কাপে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যেই বাছাইপর্বের লড়াইয়ে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
স্টেডিয়ামে উপস্থিত থাকাকালীন অনুগ্রহ করে নিম্নলিখিত কাজগুলি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে:
মাঠের মধ্যে প্রবেশ বা আশপাশের এলাকায় যাওয়া যাবে না।
সিটের উপর দাঁড়ানো অথবা অন্য দর্শকদের খেলা দেখার পথে বাধা সৃষ্টি করবেন না।
অন্য দর্শক বা মাঠের দিকে কোনো বস্তু, তরল বা এই জাতীয় কোনো কিছু ছোড়া যাবে না।
লেজার ব্যবহার করা, আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহার করা যাবে না।
অন্য দর্শকদের খেলা উপভোগে বাধা সৃষ্টি করে বা প্রতিযোগিতায় খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত করে এমন কোনো আচরণ করা যাবে না।
প্রতিপক্ষ সম্পর্কে কোনো আপত্তিকর মন্তব্য বা মতামত প্রকাশ করা যাবে না।
কোনো রাজনৈতিক আলাপ, উসকানি মূলক কথা বা দৃষ্টিভঙ্গি প্রচার করা যাবে না।
অন্য দর্শকদের জন্য বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় এমনভাবে অ্যালকোহল, সিগারেট বা মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না।
অন্যান্য দর্শক, খেলোয়াড় এবং মাঠের ম্যাচ কর্মকর্তাদের বিরক্ত করা যাবে না।
কোনো রকম আপত্তিকর ভাষা ব্যবহার করে অন্যদের জন্য সমস্যা সৃষ্টি করা যাবে না।
অন্যদের বিরুদ্ধে উত্তেজক কথা, বৈষম্যমূলক বা আক্রমণাত্মক আচরণ করা যাবে না।
খেলাধুলার ইভেন্টের সাথে সম্পর্কহীন পতাকা বা এই জাতীয় কিছু ব্যবহার করা যাবে না।
টিকিট বিক্রি করার চেষ্টা করা বা কোনো অনুমতিবিহীন মুদ্রিত সামগ্রী বিতরণ করা যাবে না।
নিজের বা অন্যের জীবনের জন্য বিপদ ডেকে আনে এমন কিছু করা যাবে না।
অন্যদের মধ্যে সহিংস আচরণকে উৎসাহ দেওয়া অথবা নিজে সহিংস আচরণ করা যাবে না।
দেয়াল, প্রতিবন্ধক, ক্যামেরা প্ল্যাটফর্ম, গাছ বা যেকোনো ধরনের ছাদের মতো সাধারণের ব্যবহারের জন্য তৈরি নয় এমন কোনো স্থাপনার উপর ওঠা যাবে না।
প্রবেশপথ, বাহিরে যাবার পথ, জরুরি বাহিরপথ বা যেকোনো হাঁটার পথের মতো চলাচলের পথগুলিতে বাধা দেওয়া বা সেগুলিকে সংকীর্ণ করা যাবে না।
ভিআইপি এলাকা ও মিডিয়া এলাকার মতো সাধারণের জন্য বন্ধ এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।
কোনো দেয়াল বা কাঠামোগত/ডিজাইনগত উপাদানের উপর কিছু লেখা, রং করা বা আঠা দিয়ে কিছু লাগানো যাবে না।
নির্ধারিত পাবলিক টয়লেট ছাড়া অন্য কোথাও প্রস্রাব বা মলত্যাগ করা যাবে না।
থুথু ফেলা, অথবা গ্যালারি ও তার চত্বরের অন্য যেকোনো স্থানে আবর্জনা বা অন্যান্য জিনিস ফেলে রাখা যাবে না।
খেলাধুলার ইভেন্টের নিরাপত্তা, মর্যাদা এবং সুনামের সাথে আপস করে এমন কোনো কার্যকলাপে যুক্ত হওয়া যাবে না।
বাফুফে থেকে বলা হয়েছে যে, সবসময় মনে রাখবেন আমরা যেখানেই খেলি না কেন আপনারা সব সময় আমাদের দলেরই একজন। আমাদের পরিবারের অংশ। তাই আমরা বিনীতভাবে চাই না, আমাদের কোনো সমর্থক উপরের এই নিয়মগুলো অমান্য করুক।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ
