Connect with us
ক্রিকেট

আমার রান আউট হওয়াটা ক্রাইম ছিল: হৃদয়

তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে শোচনীয় পরাজয় দিয়ে শুরু করেছে টাইগাররা। মূলত ব্যাটারদের টানা ব্যর্থতার কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এদিকে তাওহীদ হৃদয়ের মতে তার রানআউট টাই ছিল ম্যাচের মূল টার্নিং পয়েন্ট।

প্রথম ম্যাচে ব্যাটাররা এদিন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মাঝে ২৮ ওভারই ডট বল দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। তাওহীদ হৃদয় তার ব্যক্তিগত ৫৬ রান করেছেন ৮৫ বল খেলে। মিরাজ ও হৃদয়ের জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ভুল বুঝাবুঝিতে দলীয় ১৫৪ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকে। হারের পর হৃদয় অবশ্য স্বীকার করেছেন যে তার রান-আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিলো।

আরব আমিরাতের আবু ধাবিতে গতকাল প্রথম ওয়ানডে ম্যাচে রান-আউটের শিকার হয়েছেন হৃদয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল যে ওই মূহুর্তে রান আউটটা না হলে কি বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারতো? উত্তরে হৃদয় বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এটা শতভাগ টার্নিং পয়েন্ট ছিল। কারণ ওরকম একটা অবস্থা থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পরে ওইরকম সিচুয়েশনে রান-আউট হওয়াটা দলের জন্য ক্ষতি ছিল। আমি বলব যে এটা একটা ক্রাইম।’



পরিসংখ্যান বলে যে, এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয় চারবার রান আউট হয়েছেন। রান আউটের সমস্যাটা নিজেও বুঝতে পারছেন ২৪ বছর বয়সী ডান হাতি ব্যাটার। তিনি বলেন, ‘আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি রান আউট হয়েছি। আশা করব ভবিষ্যতে একরকম অবস্থা যখন ফেস করব ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো। সমস্যাটা হয়তো আমার মধ্যেই। আমাকেই খুঁজতে হবে যে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। এটা নিয়ে ইনশাল্লাহ কাজ করছি। খুব দ্রুতই খুঁজব, খুজে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করব যাতে দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারি।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট