
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শতভাগ ফিট না থাকলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে লিওনেল মেসিকে খেলানো হবে না। তিনি মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না।
এদিকে আগামী শুক্রবার আর্জেন্টিনা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার মুখোমুখি বিপক্ষে খেলবে, তারপর ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন। তিনি ইন্টার মায়ামির হয়ে গত ২১ দিনে সাতটি ম্যাচ খেলেছেন এবং সোমবার জাতীয় দলে যোগ দিয়েছেন।
কোচ স্কালোনি জানিয়েছেন, শুধু মেসি নন, অন্য যেকোনো খেলোয়াড়দের চোটের বেলায়ও একইরকম অবস্থান থাকবে তার। আর্জেন্টিনা এই কোচ আরও বলেন, ‘আমরা মেসি ও অন্য খেলোয়াড়দের সাথে কথা বলব। তাদের ব্যাপারে জানতে চাইবো। কারও যদি সামান্য চোটও থাকে তবুও তাকে ঝুঁকিতে ফেলা হবে না। কারণ মনে রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, প্রীতি ম্যাচ। খেলোয়াড়দের যত ছোট সমস্যাই থাকুক না কেন, আমরা তাদেরকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নেব না। তাদের সঙ্গে আলাপ-আলোচনা মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
সেজন্য ভেনিজুয়েলার বিপক্ষে মেসি ও রদ্রিগো ডি পলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আছে। কারণ একদিন পরেই এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
যদিও তারা ইতিমধ্যেই ২০২৫ এমএলএস প্লে-অফ নিশ্চিত করেছে, তবুও ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থান ধরে রাখতে লড়ে যাবে যাতে পরবর্তী পর্বে শীর্ষে থেকেহোম মাঠের সুবিধা নিতে পারে।
এদিকে চলতি মৌসুমে লিওনেল মেসি মায়ামির হয়ে এমএলএসে ২৪টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। মঙ্গলবার আর্জেন্টিনা দলের প্রথম অনুশীলনে ফোর্ট লডারডেলের ইন্টার মায়ামি ট্রেনিং সেন্টারে তিনি যোগ দেন।
স্কালোনি আরও জানান, আসন্ন প্রীতি ম্যাচগুলোতে মূলত আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। যা পরবর্তীতে সেরা দল বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ
