Connect with us
ক্রিকেট

পূর্বনির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

বিপিএল
বিপিএল নিয়ে বিসিবির ভাবনা। ছবি: সংগৃহীত

নতুন দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। এদিকে ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা দেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। তবে দায়িত্ব নেওয়ার পর পরিচালকদের হাতে সময় খুব কম থাকলেও পূর্ব নির্ধারিত সময়েই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় আলোচনার বিপিএলই ছিলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু। পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বিপিএলের এই আসর আয়োজন করতে চায় বিসিবি। সময় কম থাকলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বোর্ড।

আইসিসির পূর্ব নির্ধারিত ভবিষ্যত সূচী অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক খেলা নেই। তাছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালোভাবে প্রস্তুতির জন্যই ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড।



গত ৬ অক্টোবর (সোমবার) বিসিবি নির্বাচনের পর পরিচালনা পর্ষদে এসেছে পরিবর্তন। আগের পরিচালকদের মধ্য থেকে আছেন মাত্র চার জন। বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের প্রধান মাহবুব আনাম এবারের বিসিবি নির্বাচনেই অংশ নেননি।

এবারের নতুন বোর্ডে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাছাড়া নতুন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান।

এদিকে ডিসেম্বরে বিপিএল টুর্নামেন্ট শুরু করতে চাইলে হাতে সময় আছে মাত্র দুই মাস। অথচ এখনও কোনো ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত হয়নি। কোন কোন ফ্র‍্যাঞ্চাইজি এবারের বিপিএল-এ অংশগ্রহণ করবে তার নিশ্চয়তা নেই।

এর আগেরবার দেখা গিয়েছে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক ঝামেলা পাকিয়ে ফেলছিল বিসিবি। গত বিপিএল নিয়ে বিতর্ক আর অভিযোগের শেষ ছিলো না।

বিসিবির নতুন বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে ইফতেখার রহমাম বলেন, গত আসরের পুনরাবৃত্তি এবার হবে না। “গতবারের বলেন বা আগে বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল সঠিক ফ্র্যাঞ্চাইজি বাছাই করা। এবার আমাদের সবার আগে দেখতে হবে যে, ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিকভাবে কত শক্তিশালী। আমরা কখনো বরিশাল, কুমিল্লা কিংবা রংপুরের সমস্যা শুনিনি, কারণ তাদের যথাযথ ব্যবস্থাপনা ছিল এবং আর্থিকভাবে শক্তিশালী ছিল।”

“তাছাড়া যেহেতু আমি এখন সদস্য সচিব, আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে, বোর্ডের সদস্যদের নিয়ে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করব, তাদেরকে আর্থিকভাবে ও ব্যবস্থাপনায় শক্তিশালী থাকতে হবে।”

এদিকে বিপিএল নিয়ে বিতর্ক এড়াতে ও গোছানো আয়োজন করতে এবার স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। ইফতেখার রহমানের আশা, এবারের বিপিএল আয়োজনে কোনো প্রকার ঘাটতি থাকবে না।

তিনি আরও বলেন, “গত বোর্ডও বিপিএল এর এই ব্যাপারটি নিয়ে খুব সতর্ক ছিল। এবার এই বোর্ডও যথেষ্ট সতর্ক আছে। আর সতর্কতার জায়গা থেকে এজন্যই আন্তর্জাতিকভাবে খ্যাতিমানসম্পন্ন ও সবচেয়ে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর একটিকে আমরা দায়িত্ব দিয়েছি বিপিএল আয়োজনের জন্য।”

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট