
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টির ফর্মটা বাংলাদেশ ওয়ানডেতে ধরে রাখত পারল না। টি-টোয়েন্টিতেও দু’একজন ব্যাটার ছাড়া সবাই ছিলো নিষ্প্রভ। ওয়ানডেতেও সেটা দেখা গেছে। তাছাড়া ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতার পর বোলাররাও তেমন কিছু করতে পারেনি। টি–টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারালেও প্রথম ওয়ানডে হেরে ১-০ তে এগিয়ে গেল আফগানিস্তান।
আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওপেনিং এ নামেন তামিম ও আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা সাইফ হাসান। তবে চতুর্থ ওভারেই ১০ রানে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তামিম। তারপর তিনে নেমে উইকেটে বিলিয়ে যান নাজমুল হোসেন শান্তও। চারে তৌহিদ হৃদয় নামার পর সাইফের সাথে কিছুটা পার্টনারশিপ গড়ে। কিন্তু পাওয়ারপ্লের পরেই ক্যাচ দিয়ে আউট হন অভিষিক্ত সাইফ। তারপর মিরাজ ও হৃদয় জুটি মিলে শতরানের জুটি গড়লেও ভুল বুঝাবুঝিতে হৃদয় রান আউট হয়ে যায়।
এর পরেই শুরু হয় ছন্দপতন। মিরাজ আউট হওয়ার ক্রমাগত উইকেট পড়তে থাকে। ১৫৪ রানে ৪ উইকেট পরা দলের সংগ্রহ দাঁড়ায় ৪৯.৫ ওভারে ২২১। শেষদিকে তানজিম সাকিব ও তানভিরের কল্যাণে ২২১ করতে পারে বাংলাদেশ। তবে নির্ধারিত ৫০ ওভারের আগেউ অলআউট হয়ে যায়। মূলত ওমরজাইয়ের ৯ ওভার করে ৪০ রানে ৩ উইকেট এবং রশিদ খানের ১০ ওভারে ৩৮ রানের ৩ উইকেট বাংলাদেশকে ধসিয়ে দেয়।
অন্যদিকে ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আফগানিস্তান। ওপেনিং জুটিতেই গড়েন ৫২ রান। তারপর দ্রুত দুই উইকেট পড়লেও তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন। বাংলাদেশের ম্যাচ থেকে ছিটকে যাওয়া মূহুর্তে আশার আলো দেখান তানজিম সাকিব। ৫০ রান করা রহমত শাহকে আউট করেন সাকিব। অন্যদিকে গুরবাজকে বোল্ড করে ম্যাচে ফেরান মিরাজ।
কিন্তু তারপর আর কোনো বোলার প্রতিরোধ ভাঙতে পারেনি। ওমরজাই ও শাহিদির ৫৯ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় তারা। শেষে নাবি ও শাহিদির ২৫ বলে ৩১ রানের জুটিতে ৪৭.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সফল বোলার সাকিব। ৭ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন। এছাড়া মিরাজ ও তানভীর ১টি করে উইকেট পান।
এর মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২১ (মিরাজ ৬০, হৃদয় ৫৬, সাইফ ২৬; রশিদ ৩/৩৮, ওমরজাই ৩/৪০, গজনফর ২/৫৫)।
আফগানিস্তান: ৪৭.১ ওভারে ২২৬/৫ (গুরবাজ ৫০, রহমত ৫০, ওমরজাই ৪০, শহীদি ৩৩*, জাদরান ২৩; তানজিম ৩/৩১)। ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আজমতউল্লাহ ওমরজাই।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/টিএ
