
এএফসি এশিয়ান কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের। শক্তিশালী এই দলটির বিপক্ষে বাংলাদেশ কোনো সাফল্য না পেলেও আগামীকালের ম্যাচ নিয়ে বেশ আশাবাদী স্বাগতিকরা।
হংকংয়ের বিপক্ষে সচরাচর খেলা হয়ে না বাংলাদেশের। তাই তাদের খেলোয়াড়দের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বাংলাদেশের ফুটবলারদের খুব বেশি ধারণা থাকার কথা নয়। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচের আগে হংকংয়ের ফুটবলারদের বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তাই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে তার ধারণা আছে বলে জানা এই মিডফিল্ডার।
হংকং ম্যাচের আগের দিন বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে হামজা বলেন, ‘ হংকং ম্যাচের আগে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক দিনে আমরা হংকং দল নিয়ে বিশ্লেষণ করেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কাজ করেছি। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়েছে।’
হংকং ম্যাচে বাংলাদেশের স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। এই দল নিয়ে ইতিহাস গড়া সম্ভব বলে মনে করেন এই স্প্যানিয়ার্ড, ‘আমরা জানি, আমরা ইতিহাস গড়তে পারি। আমাদের সেই সক্ষমতা আছে। আমাদের স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট থাকি। আর সাম্প্রতিক কিছু নতুন সংযোজন নিয়ে না বললেই নয়। এই সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।’
বাছাইপর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাভে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে৪ ব্যবধানে হেরেছে। কাবরেরার মতে, এই গ্রুপের প্রতি দলের খেলার ধরণ ভিন্ন হলেও সামর্থ্যের দিক থেকে দলগুলোকে এক কাতারেই রাখছেন তিনি।
কাবরেরা বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, এই গ্রুপের চারটি দলই সমমানের। তাদের খেলার ধরণ বা স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু সামগ্রিক দিক থেকে দলগুলোর মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। ফলাফলেও এমনটাই দেখা গেছে।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ সি-তে প্রতিটি দলই ২টি করে ম্যাচ খেলেছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। ভারত ও বাংলাদেশ এখনো কোনো জয়ের দেখা পায়নি। তাদের পয়েন্ট সমান ১।
আগামীকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/বিটি
