
চলমান নারী বিশ্বকাপে টানা ব্যর্থ হয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও বড় ব্যবধানে হেরেছে তারা। এবার অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে আসরে এখনো জয়হীন ফাতিমা সানার দল।
বুধবার (৮ অক্টোবর) বিশ্বকাপের নবম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অ্যালিসা হিলির দল। তাতে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ৭৬ রানের ৭ উইকেট হারিয়েছিল তারা। পরবর্তীতে বেথ মুনির লড়াকু সেঞ্চুরি ও অ্যালানা কিংয়ের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে সেঞ্চুরিয়ান মুনি ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১১৪ বলে ১১ চারের মারে ইনিংসটি সাজান এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন অ্যালানা কিং। এছাড়া অধিনায়ক অ্যালিশা হিলি ২০, ফোবি লিচফিল্ড ১০ এবং কিম গার্থ ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন নাসরা সান্ধু। ১০ ওভারে এক মেডেনসহ ২৯ রান দিয়ে ২ উইকেট নেন রামিন শামীম। এছাড়া ফাতিমা সানা ২টি এবং দিয়ানা বেগ ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি পাকিস্তান। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের সামনে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। তাতে ৩৬.৩ ওভারে ১১৪ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের টপ অর্ডারে সিদরা আমিন ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। ৫২ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। শীর্ষ ৬ ব্যাটারের মধ্যে পাঁচ জন দুই অঙ্কের ঘর ছুঁতে ব্যর্থ হন। অধিনায়ক ফাতিমা সানার ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া শেষদিকে রামিন শামীমের ১৫ ও নাশরা সান্ধুর ১১ রানের ক্যামিওতে কিছুটা ব্যবধান কমাতে সক্ষম হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার পক্ষে ৬ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন কিম গার্থ। অ্যানাবেল সাথারল্যান্ড ও মেগান স্কাট নেন ২টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেন অ্যালানা কিং, অ্যাশলে গার্ডনার ও জর্জিয়া ওয়ারেহ্যাম।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া নারী দল: ২২১/৯ (৫০ ওভার)
পাকিস্তান নারী দল: ১১৪/১০ (৩৬.৩ ওভার)
ফলাফল: অস্ট্রেলিয়া নারী দল ১০৭ রানে জয়ী।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/বিটি
