
অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে অবসর নিয়ে শুধু ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলার জন্য ১ কোটি অষ্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব পেয়েছেন দলের অধিনায়ক প্যাট কামিন্স ও ব্যাটার ট্রাভিস হেড। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা।
তবে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স এবং ওপেনার ট্রাভিস হেড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং’। প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি গ্রুপ থেকে কামিন্স ও হেডকে এই বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়। তবে তাঁরা দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চলতি বছর কামিন্স ও হেড দুজনেই সানরাইজার্স হায়দরাবাদ দলের খেলেছেন। নিলামে কামিন্সকে ৩.৭ মিলিয়ন ডলারে আর হেড কে ১.২ মিলিয়ন ডলারে দলে নেয় হায়দ্রাবাদ।
অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাটাগরির ক্রিকেটাররা জাতীয় চুক্তি থেকে বছরে প্রায় ১.৫ মিলিয়ন ডলার আয় করেন। অধিনায়ক হিসেবে কামিন্সের মোট বার্ষিক আয় আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৩ মিলিয়ন ডলার।
সম্প্রতি বিভিন্ন দেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরি মনোযোগী হয়েছেন। এদের মাঝে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর বিপুল অর্থের প্রস্তাব আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এর আগে এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল ইংল্যান্ডের পেসার জফরা আর্চারকেও। মুম্বাই ইন্ডিয়ানসের দেওয়া বাৎসরিক ৭.৫ মিলিয়ন ডলারের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই ইংলিশ তারকা।
বর্তমানে আইপিএলের মালিকানাধীন দলগুলোর দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বিনিয়োগ রয়েছে। তাই সেসব দলে খেলার জন্য বিশ্বের নামকরা তারকাদের লোভনীয় প্রস্তাব দিচ্ছে বলে জানা যায়।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এআই
