
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সিরিজ শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্চে বাংলাদেশ। আজ (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে সাইফ হাসানের। টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ওয়ানডেতে সুযোগ পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার।
তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে সুযোগ পেলেন নুরুল হাসান সোহান। সবশেষ ২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন এই উইকেটরক্ষক। সম্প্রতিক সাদা বলে দারুন পারফর্ম করে টি-টোয়েন্টির পর জায়গা করে নিলেন ওয়ানডে দলে।
ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। তাদেরকে সঙ্গ দেবেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ শ্রীলঙ্কারর বিপক্ষে ওডিআই সিরিজের পর প্রথমবার জাতীয় দলে ফিরলেন তিনি। মিডল ওর্ডারে আছেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। তাদেরকে সঙ্গ দেবেন জাকির আলি। আর লোয়ার অর্ডারব আছেন সোহান।
বোলিং বিভাগে দুই স্পিনারের বিপরীতে আছেন তিন পেসার। স্পিন বিভাগে মিরাজকে সঙ্গ দেবেন তানভীর ইসলাম। আজকে একাদশে রাখা হয়নি লেগস্পিনাদ রিশাদ হোসেনকে। আর পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দেবেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। আজকের একাদশে রাখা হয়নি মুস্তাফিজকে। টানা ম্যাচ খেলার পর সিরিজের শেষ টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডেতে বিশ্রামে আছেন কাটার মাস্টার।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজনফার, বশির আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/বিটি
