Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ : দল ঘোষণা করলো ব্রাজিল

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ নারী দল। ছবি- সংগৃহীত

যত দিন যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ। এবারের আসরটি আগামী ১৭ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ রিলানি সিলভা।

বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, যেখানে ২৯ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন ক্যাম্প করেছিল ব্রাজিল। নিবিড় অনুশীলন ও পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে ২১ সদস্যের চূড়ান্ত দল। শিরোপা জয়ই একমাত্র লক্ষ্য—এই চিন্তা মাথায় রেখেই চলছে দলের প্রস্তুতি।

গতকাল সোমবার (৬ অক্টোবর) দল ঘোষণা করে কোচ রিলানি সিলভা বলেন, তালিকাটি খুব চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। আমরা ইচ্ছাকৃতভাবেই বেশি ফুটবলার ডেকেছিলাম যেন কাছ থেকে দেখা যায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বাকি ফুটবলারদের বাদ দেওয়া কঠিন ছিল, বিশেষ করে কিছু পজিশনে যেখানে তিন-চারজন খেলোয়াড় প্রায় একই মানের ছিল। শেষ পর্যন্ত সূক্ষ্ম কিছু বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছি।



বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আরও আছে ইতালি, কোস্টারিকা ও স্বাগতিক মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর, ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টায় মাঠে গড়াবে।

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়রা

গোলরক্ষক: আনা মরগান্তি, জোসি বেঙ্কে, জেনিফার সান্তোস
ডিফেন্ডার: অ্যালিন, আন্দ্রেয়না, মারিনা ক্যাম্পিলো, জুলিয়া পেরেইরা, এমিলি রোসাল, ডালসে মারিয়া, মারিয়ানে মার্টিন্স
মিডফিল্ডার: এভেলিন বোনিফাসিও, জিওভান্না ওয়াক্সম্যান, গাবি রোলনিক, কায়লানে, পেপে, জুলিয়া ফারিয়া, হেলেনা ভিক্টোরিয়া, রাভেনা
ফরোয়ার্ড: গাবি পুশ, জিওভানা ইসেপ্পে, মারিয়া

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল