নারী ওয়ানডে বিশ্বকাপ চলছে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পেসার মারুফা আক্তার। আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে ভারতের গুয়াহাটিতে হবে ম্যাচটি আয়োজিত হবে।
ওয়ানডেতে ইংল্যান্ড শক্তিশালী দল। তবে তাদের বিপক্ষে মাঠে নামার আগে দলের বোলিং বিভাগ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমাদের দলে আগেও অনেক ভালো কিছু পেসার ছিল। কিন্তু বর্তমানে মারুফাকে নিয়ে যে আলোচনা, কথাবার্তা হচ্ছে, সেই প্রশংসা আর কেউ পায়নি।’
পেসার মারুফাকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বকাপে প্রতিটি ম্যাচে মনোযোগ রাখা। আশা করছি, এসব আলোচনা,কথাবার্তা যেন তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।’
অন্যদিকে মারুফাকে নিয়ে চিন্তিত ইংল্যান্ড নারী দলের অলরাউন্ডার চার্লি ডিনও,। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বোলিং অ্যাটাক অসাধারণ। যে কন্ডিশনে খেলা হচ্ছে অবশ্যই এমন কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো দল। তবে আমাদের চেষ্টা থাকবে মারুফার সুইং সামলানোর।’
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/টিএ