
নানা নাটকীয়তার পর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বরিশাল বিভাগের ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাখাওয়াত হোসেন।
কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই পরিচালনা পর্ষদে পরিবর্তন হচ্ছে। এবারে তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দেয়।
এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এবার সমালোচনার জেরে বিসিবির পরিচালক পদে পরিবর্তন আসছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেওয়া হবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।’
এবারের বিসিবি নির্বাচন নিয়ে জাল ঘোলা হয়েছে অনেক। তামিম ইকবাল সহ অনেক সদস্য প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। এবার ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক ২৪ ঘণ্টার মধ্যেই বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এআই
