
মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে রেভোলিউশনকে ৪-১ গোলে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে বড় জয়ে ফিরল দলটি। টানা দ্বিতীয় ম্যাচে গোল শূন্য থাকলেও তিনটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।
মায়ামির হয়ে দুটি করে গোল করেছেন তাদেও আইয়েন্দে ও জর্দি আলবা। তবে গোল করার সুযোগ পেয়েও মেসির শট একবার অফসাইডে বাতিল হয়ে যায়, আরেকবার আরেকটি সুযোগ আসলেও খুব কাছ থেকে বাইরে চলে যায়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নিউ ইংল্যান্ডের। ম্যাচের নয় মিনিটের সময় কার্লেস হিলের ক্রসে ব্র্যান্ডন বাইয়ের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। পরবর্তীতে ৩২তম মিনিটে মেসির পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন আইয়েন্দে।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ভেতর মেসির পাস পেয়ে গোল করেন আলবা। বিরতির পর ৬০ মিনিটে যথারীতি আবার মেসির পাস থেকে বল পেয়ে গোল করেন আইয়েন্দে। তার তিন মিনিট পরেই আলবার দ্বিতীয় গোলে ব্যবধান ৪-১ বাড়িয়ে নেয় ইন্টার মায়ামি।
ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন মেসি। তবে গোলশূন্য থাকলেও তার তিনটি এসিস্টই ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
উল্লেখ্য এই জয়ে ৩২ ম্যাচে মায়ামির সংগ্রহ দাঁড়াল ৫৯ পয়েন্টে। পয়েন্ট তালিকায় তারা এখন তিনে। প্লে-অফের আগে তাদের হাতে আছে আরও দুই ম্যাচ। তবে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া অনেক আগেই সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে।
ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/টিএ
