Connect with us
ক্রিকেট

আফগানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh vs Afghanistan match (1)
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ। ছবি- আফগানিস্তান

এর আগে কখনও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ দল। উল্টো ২০১৮ সালে একমাত্র তিন ম্যাচের সিরিজে সবকটি ম্যাচ হেরে লজ্জা বরণ করেছিল টাইগারররা। এবার সেই প্রতিশোধ নিতে আজ রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর মাঝে আফগানদের বিপক্ষে একাধিক দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের। মুখোমুখি পরিসংখ্যানে সর্বশেষ ১০ ম্যাচের ৬টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৪ ম্যাচে ফলাফল নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। আবুধাবিতে আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।

এদিকে এশিয়া কাপের মিশন শেষে সংযুক্ত আরব আমিরাতেই থেকে যায় বাংলাদেশ দল। সেখানে আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। নিজেদের প্রথম দুই ম্যাচে কঠিন চ্যালেঞ্জ পার করে জয় তুলে নিয়েছিল জাকের আলীর নেতৃত্ব দিন দল। এবার শেষ ম্যাচেও আফগানদের পরাজিত করে সিরিজ হোয়াইটওয়াশ করতে চাইবে বাংলাদেশ।



প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই ১১.৪ ওভারে ১০৯ রান তুলেছিল বাংলাদেশ। সেখান থেকে সহজ জয়ের আশা করলেও পরবর্তী ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যায় টাইগাররা। শেষ দিকে নুরুল হাসান সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ হোসেনের ৯ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

আর সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের চ্যালেঞ্জে ব্যাট করতে নামে শেষ ১৯ রান প্রয়োজন থাকতে অষ্টম উইকেটের পতন ঘটে টাইগারদের। আর এতে দুশ্চিন্তা ভর করে সকল ভক্ত সমর্থকদের মনে। তবে নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ ও শরিফুল ইসলামের ৬ বলে ১১ রানের সুবাদে শেষ ওভারে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুদ্দিন।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট