Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্লাব ও সংগঠকদের প্রতিবাদ

BCB Electon Protest by Club
ক্লাব ও সংগঠকদের প্রতিবাদ। ছবি- ক্রিফো স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের নামে ‘প্রহসন’ চলছে বলে অভিযোগ করেছে দেশের শীর্ষ ক্লাব, ক্রীড়া সংগঠক ও কাউন্সিলররা।

শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে আয়োজিত এক সভায় তারা এ প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা বলেন, আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে যত বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে, তা বাংলাদেশ ক্রিকেটকে দেশের ভেতরে ও বাইরেও বিতর্কিত করছে। সচেতন নাগরিক ও ক্রীড়া সংগঠক হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের কাছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।



তিন দফা প্রস্তাব

সভায় তারা তিনটি প্রস্তাব দেন, যেগুলোর মাধ্যমে চলমান অচলাবস্থা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজা সম্ভব বলে মনে করেন তারা—
১. বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ বৃদ্ধি করে সময় নিয়ে সুন্দর একটি নির্বাচন আয়োজন।
২. একটি এডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন।
৩. বর্তমান তফসিল বাতিল করে নতুন বা বিদ্যমান নির্বাচন কমিশনের মাধ্যমে অংশগ্রহণমূলক নতুন তফসিল ঘোষণা।

অনিয়মের অভিযোগ

প্রতিবাদকারীরা নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগও তুলেছেন—

* জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ
* আবাহনী-মোহামেডানসহ শীর্ষ ক্লাবের মনোনয়ন বর্জন
* সভাপতির অনুমোদন ছাড়াই কাউন্সিলর যোগ্যতা নির্ধারণ করে জেলা প্রশাসককে চিঠি প্রেরণ
* নির্ধারিত সময়ের পরও সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ
* ১৫টি ক্লাবের ভোটাধিকার রদ
* জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের আটকে রাখার অভিযোগ

আন্দোলনের হুঁশিয়ারি

সভায় উপস্থিত ক্লাব ও সংগঠকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর অসহযোগ আন্দোলন ঘোষণা করা হবে। বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া বাতিল না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না বলেও জানানো হয়।

তাদের মতে, আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করা সম্ভব। তা না হলে দেশের ক্রিকেট বড় ধরনের সংকটে পড়বে।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট