Connect with us
ক্রিকেট

সোহান-শরিফুলদের প্রশংসায় ভাসালেন সাবেক ক্রিকেটাররা

Former cricketers praised Bangladesh team
সোহান-শরিফুলদের প্রশংসায় সাবেক ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা ভালোভাবে পূরণ করতে না পারলেও আফগান সিরিজে জ্বলে উঠেছে টাইগাররা। আর এতেই ম্যাচ জয়ের নায়ক সোহান-শরিফুলদের প্রশংসা ভাসিয়েছেন সাবেক ক্রিকেটাররা।

গতকাল রাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আফগানদের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিকে নুরুল হাসান সোহানের ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে জয় পায় টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সদ্য সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক।

ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন! বল হাতে নাসুম আহমেদ এবং শরিফুল ইসলাম অসাধারণ খেলেছেন, শুরুতেই খেলার ধরণ ঠিক করে দিয়েছেন। আবারও, নুরুল হাসান সোহান অসাধারণ ফিনিশিং করেছেন — চাপের মধ্যে ঠান্ডা মাথায় ক্লিনিক্যাল ফিনিশ। টাইগারদের সেরা দলীয় পারফরম্যান্স!’



এদিকে আরেক সাবেক ক্রিকেটার রুবেল হোসেন একাধিক পোস্ট করে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের। শরিফুলের ছবি পোস্ট করে তিনি ক্যাপশন লিখেছেন, ‘কে তুমি ভাইয়া – শরিফুল ইসলাম। আজকে তোর বোলিং দেখে সত্যি অবাক হয়েছি ওয়াও– শরিফুল ইজ ব্যাক। আর তোর ব্যাটিংয়ের কথা কি বলব, এটা তো মাঝেমধ্যে দেখেছি প্রাইম ব্যাংক টিমে, আমার চোখে আজকের দিনে তুই সম্পূর্ণ খেলোয়াড়ের প্রতিচ্ছবি।’

আর এক পোষ্টে রুবেল লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। আজকে ওপেনাররা আর্লি আউট হয়ে গেলেও, আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা অসাধারণ দায়িত্বশীলভাবে ম্যাচটা হ্যান্ডেল করেছে— বিশেষ করে জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী গ্রেট ব্যাটিং ব্রাদার ভালো লাগছে তোদের ব্যাটিং দেখে সোহান সত্যিই প্রশংসনীয় তোর দায়িত্বশীল ব্যাটিং আজ দলের এক ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে, চলতে থাকুক এভাবে। অভিনন্দন আমাদের বোলিং ইউনিটকে। শরিফুল আজকে তোর বোলিং সত্যিই খুব ভালো লেগেছে এবং ব্যাটিং এ লাস্টে দুইটা বাউন্ডারি জাস্ট ওয়াও। সাইফুদ্দিন, নাসুম— অল বোলার বোলিং গ্রেট লাভ ইউ অল।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের চ্যালেঞ্জে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দিকে ১৯ রান প্রয়োজন থাকতে অষ্টম উইকেটের পতন ঘটে টাইগারদের। এসময় নুরুল হাসান সোহানকে যোগ্য সঙ্গ দেন পেসার শরিফুল ইসলাম। খেলেন ৬ বলে ১১ রানের ইনিংস। আগামীকাল সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট