
জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারীর বিদায়ের পর বাংলাদেশের জয় হয়ে পড়েছিল অনিশ্চিত। তবে একা হতে দলকে জয়ের পথে টিকিয়ে রাখেন নুরুল হাসান সোহান। তার ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করে দুই উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে তাই সোহান বললেন আলহামদুলিল্লাহ।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। যেখানে অধিনায়ক জাকের এবং শামীমের জুটি ভাঙ্গার পর দ্রুত উইকেট হারাতে থাকে টাইগাররা। দলের ১৯ রান প্রয়োজন থাকতেই নিজেদের অষ্টম উইকেট হারায় তারা। তবে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সোহান।
ম্যাচ শেষে তাই ‘গেম চেঞ্জার’ পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেম চেঞ্জার হয়েছিলেন সোহান। টানা দুই ম্যাচে গেম চেঞ্জার হয়ে পুরস্কার গ্রহণের ছবি নিজের ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচের গেম চেঞ্জার। কঠোর পরিশ্রম সার্থক, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাব।’
সোহানের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন টাইগার কোচ ফিল সিমন্সও। তিনি বলেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’
উল্লেখ্য, সোহানের পাশাপাশি শেষ দিকে ৬ বলে ১১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া বল হাতে চার ওভারে মাত্র ১৩ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। দলের জয়ে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেষ পর্যন্ত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শরিফুল। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল আবুধাবিতে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস
