Connect with us
ফুটবল

নতুন চোটে লামিনে ইয়ামাল, দুশ্চিন্তায় বার্সা-স্পেন

লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বার্সেলোনা আর স্পেন জাতীয় দলের জন্য বড় ধাক্কা হয়ে এলো লামিনে ইয়ামালের নতুন চোটের খবর। কুঁচকির পুরনো সমস্যায় আবারও পড়েছেন এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড। মাত্র দুই ম্যাচ খেলার পরই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতি এবং লা লিগার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইয়ামালকে অন্তর্ভুক্ত করেছিলেন ২৬ সদস্যের দলে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুঁচকির চোট ফের জেগে উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেরে উঠতে তার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

এর আগে গত মাসে আন্তর্জাতিক বিরতির পর একই ধরনের সমস্যায় ভুগতে হয়েছিল ইয়ামালকে। তখন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনও হয়েছিল। সেই চোটে ইয়ামালকে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে খেলাতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। আর পিএসজির বিপক্ষে বুধবারের ম্যাচে পুরো সময় খেললেও পরদিনই ধরা পড়ে নতুন সমস্যার।



লা লিগায় আসন্ন সেভিয়া ম্যাচে নিশ্চিতভাবেই তাকে পাবে না কাতালান ক্লাব। শুধু তাই নয়, বিরতির পর ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ কিংবা ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচেও ইয়ামালের ফেরার সম্ভাবনা ক্ষীণ। যদি পুনর্বাসন প্রক্রিয়া প্রত্যাশামতো এগোয়, তবে ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ দিয়েই হয়তো মাঠে ফেরার সুযোগ মিলতে পারে তার।

১৭ বছর বয়সী ইয়ামাল ইতিমধ্যেই বার্সেলোনা ও স্পেন দুই দলের জন্যই ভবিষ্যতের ভরসা হয়ে উঠেছেন। তার ধারাবাহিক চোট কেবল কোচদের পরিকল্পনায় বিঘ্নই ঘটাচ্ছে না, ভক্তদের মাঝেও বাড়াচ্ছে উদ্বেগ। এখন অপেক্ষা—তিনি কত দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল