Connect with us
ক্রিকেট

এমন উত্তেজনাকর জয় স্বাস্থ্যের জন্য ভালো নয় : সিমন্স

বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

প্রচলিত আছে বাংলাদেশের খেলা হৃদরোগীদের জন্য দেখা একদমই উচিত নয়। কেননা দর্শকদের আবেগের সর্বোচ্চ ব্যবহার হয়ে থাকে টাইগারদের টানটান উত্তেজনাকর ম্যাচে। অনেক সময় সহজ ম্যাচেও নাটকীয়তা শেষে জয় তুলে নেয় বাংলাদেশ। এবার দলটির প্রধান কোচ স্বীকার করলেন, এমন জয় স্বাস্থ্যের জন্য ভালো নয়।

গতকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দিকে ১৯ রান প্রয়োজন থাকতে অষ্টম উইকেটের পতন ঘটে টাইগারদের। আর এতে দুশ্চিন্তা ভর করে সকল ভক্ত সমর্থকদের মনে। তবে এ যাত্রায় নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের ব্যাটে শেষ ওভারে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচেও শেষ দিকে এসে জয়ের দেখা পেয়েছিল জাকের-শামীমরা। বারবার এমন উত্তেজনাকর ম্যাচ অনেক দর্শকের হার্টের অবস্থা কাহিল করে ফেলছে। এরপর বিষয়টি নিজেও স্বীকার করে নিয়েছেন টাইগারদের প্রধান ফিল সিমন্স। এমন ক্লোজ ম্যাচ সমর্থকদের স্বাস্থ্যের জন্য ভালো কিনা সেই প্রশ্ন কিছুটা খোলামেলা জবাব দিয়েছেন তিনি।



কিছুটা হেসে ফিল সিমন্স বলেন, ‘(এভাবে জেতাটা) আমার জন্যও ক্ষতিকর। ক্রিকেট এরকমই আসলে। যদি শুরুতে জেতার চেয়ে আরও ক্লোজ ম্যাচ জিততে পারেন, পরে আবারও ক্লোজ ম্যাচ আসলে আত্মবিশ্বাস পাবেন। ফলে এই ব্যাপারটা আসলে ভালো। তবে আমাদের কারও (স্বাস্থ্যের) জন্য জিনিসটা ভালো নয়, আমাদের হার্ট এতকিছু সহ্য করতে পারবে না।’

এদিন শেষ পর্যন্ত ২১ বলে ৩১ রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নুরুল হাসান সোহান। তবে ম্যাচের শেষ দিকে তাকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। এতে অলআউট হয়ে ম্যাচ পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে বিপদ ঘটতে দেননি পেসার শরিফুল ইসলাম। ৬ বলে ১১ রান করে নিশ্চিত করেছেন দলের জয়।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট