Connect with us
ফুটবল

চারজনকে পেছনে ফেলে রিয়ালের মাস সেরা খেলোয়াড় এমবাপ্পে

Kylian Mbappé is Real Madrid's Player of the Month
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় ছিলেন তরুণ তুর্কি আরদা গুলার ও ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। এছাড়া তালিকায় আরও দুই ফুটবলার— ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও এদার মিলিতাওকে পেছনে ফেলে রিয়ালের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চত করেছেন।

তিনি জানান, ‘রিয়াল মাদ্রিদের সেপ্টেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।’



এর আগে রিয়াল মাদ্রিদ সেপ্টেম্বরে মাস সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য পাঁচজনকে মনোনীত করা হয়। ক্লাবের প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় আক্রমণভাগ থেকে রক্ষণভাগের সেরা পারফরমাররা জায়গা পান।

তালিকায় আগে থেকেই ফেভারিট ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কাইরাতের বিপক্ষে হ্যাটট্রিক করে দুর্দান্ত গোলের ধারা বজায় রেখে সেই পুরস্কার পেলেন ফরাসি ফরোয়ার্ড।

এছাড়া সেপ্টেম্বরে ছয় ম্যাচে সরাসরি পাঁচ গোলের অবদান রেখে জাবি আলোনসোর একাদশে অপরিহার্য হয়ে উঠেন তরুণ আরদা গুলার। এছাড়া শর্ট লিস্টে জায়গা পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র, নতুন যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর সঙ্গে এদার মিলিতাও।

তবে সবাইকে ছাড়িয়ে শেষ হাসি হেসেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। রিয়ায়ে দ্বিতীয়বারের মতো মাস সেরার খেতাব পেলেন এমবাপ্পে।

সূত্র : লস ব্লাঙ্কোস লাইভ

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল