
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে হংকং, চায়না। বরাবরের মতোই বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের ছড়াছড়ি রয়েছে এবারের দলেও।
দলে ৫ জন ফুটবলার রয়েছেন যাদের জন্ম ব্রাজিলে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম দুদু। এক সময় তার নেতৃত্বেই বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এছাড়াও বলিভিয়া, জার্মানি, ক্যামেরুন ও জাপানি বংশোদ্ভূত ফুটবলারও রয়েছে দলে।
বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হতে পারেন ১৯ ম্যাচে ১০ গোল করা উইঙ্গার এভেরতন কামারগো। ২০২৩ সালে অভিষেক হওয়া এই উইঙ্গার হংকং বড় ভরসার জায়গা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ফের্নান্দো অগুস্তো।
নেইমারের মতো সান্তোসের একাডেমিতেই বেড়ে উঠেছেন দুদু। মূল দলে খেলার সুযোগ পাননি খুব বেশি। গত বছর হংকংয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
আক্রমণ ভাগে হংকং এর অন্যতম ভরসার প্রতীক জুনিনিও ও স্তেফান পেরেইরা। তাদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের।
স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক ম্যাথু এলিয়ট। নিউজিল্যান্ডের বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ৪২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল।
আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত ৮টায়। ফিরতি লেগে দুই দলের সাক্ষাত হবে ১৪ অক্টোবর।
বাংলাদেশের বিপক্ষে হংকং দল
গোলরক্ষক: ইয়াপ হুং ফাই (অধিনায়ক), সি কা উইং, শ্লিয়াকোতিন আলেক্স।
ডিফেন্ডার: লিও জোনস, অলিভার বেঞ্জামিন গারবিগ, দুদু, ইউ জে নাম, চান শিনিচি, নিকোলাস বেনাভিদেস, সুন মিং হিম, লিলে নুনেজ বাসুদেবা দাস।
মিডফিল্ডার: তান চুন লোক, আওয়াল মাহামা, এভেরতন কামারগো, গান চুক পান, রাফায়েল আইরতন, ইউ জেসে জয় ইয়িন, ফের্নান্দো অগুস্তো।
ফরোয়ার্ড: মানুয়েল ব্লেদা রদ্রিগেজ, জুনিনিও, লাউ কা কিউ, স্তেফান পেরেইরা, ওং ওয়াই, ম্যাথু এলিয়ট, চান সিউ কোয়ান ফিলিপ।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এআই
